'ভারত জোড় যাত্রা'য় কোভিড বিধি! জনস্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে কেন্দ্র - দাবি কংগ্রেসের

কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এখন তো দেশের বিভিন্ন প্রান্তে জনসভা হচ্ছে। সেখানে কোনও সমস্যা হচ্ছে না কেন্দ্রীয় সরকারের। একমাত্র ব্যতিক্রম হল রাহুল গান্ধীর 'ভারত জোড়ো যাত্রা'।
কংগ্রেস নেতা জয়রাম রমেশ
কংগ্রেস নেতা জয়রাম রমেশগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

'জনস্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি নিয়ে রাজনীতি করবেন না। সমাবেশের জন্য যদি কোনও প্রোটোকল (করোনা বিধি) থাকে, নিঃসন্দেহে তাহলে তা মেনে চলবে ভারত জোড়ো যাত্রা।' বুধাবার, করোনা বিধি মানা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়ার এক চিঠির জবাবে একথা জানিয়েছে কংগ্রেস।

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, ‘রাজস্থানের এক বিজেপি সাংসদের কথা মেনে রাহুল গান্ধীকে একটি চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। যেখানে তিনি অভিযোগ করেছে, ভারত জোড়ো যাত্রায় কোভিড বিধি অনুসরণ করা হচ্ছে না। আসলে, রাজস্থানে ভারত জোড়ো যাত্রার বিশাল সাফল্যের পরে এই চিঠিটি পাঠানো হয়েছে।’

রমেশ বলেন, ‘কোনও বিধিনিষেধ ছাড়ায় পার্লামেন্টে অধিবেশন চলছে। বিমানযাত্রাসহ কোথাও মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়নি। রাজস্থান এবং কর্ণাটকে সফল (ভারত জোড়ো) যাত্রার পরে এটি (অভিযোগ) করেছে বিজেপি।’

তিনি জানান, ‘গতকাল রাজ্যগুলিকে জেনোম সিকোয়েন্সিং সংক্রান্ত নির্দেশিকা জারি ছাড়া আর কোনও পরামর্শ দেওয়া হয়নি কেন্দ্র৷’

রাহুল গান্ধীকে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর
রাহুল গান্ধীকে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীরছবি - ট্যুইটার

মঙ্গলবারের চিঠিতে ঠিক কি লিখেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী? জানা যাচ্ছে, রাহুল গান্ধীকে লেখা চিঠিতে স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া লিখেছেন, ‘কংগ্রেসের যাত্রার সময় মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার সহ বিভিন্ন করোনা বিধি মেনে চলার জন্য (রাহুল গান্ধীকে) অনুরোধ করছি। এবং যাঁদের কোভিড টিকা নেওয়া থাকবে তাঁরাই কেবলমাত্র এই যাত্রায় অংশ নিতে পারবেন।’

তিনি চিঠিতে আরও লেখেন, ‘যদি এই করোনা বিধি মেনে চলা না হয়, তাহলে নাগরিকদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এবং দেশকে মহামারী করোনা থেকে বাঁচাতে- জাতির স্বার্থে এই ভারত জোড়ো যাত্রা বন্ধ করার অনুরোধ করছি।’

আর, এই চিঠির পরেই 'ভারত জোড়ো যাত্রা' নিয়ে রাজনীতির অভিযোগ করেছে কংগ্রেস। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এখন তো দেশের বিভিন্ন প্রান্তে জনসভা হচ্ছে। সেখানে কোনও সমস্যা হচ্ছে না কেন্দ্রীয় সরকারের। একমাত্র ব্যতিক্রম হল রাহুল গান্ধীর 'ভারত জোড়ো যাত্রা'।

রাহুল গান্ধীর নেতৃত্বে চলছে 'ভারত জোড়ো যাত্রা'
রাহুল গান্ধীর নেতৃত্বে চলছে 'ভারত জোড়ো যাত্রা'গ্রাফিক্স - নিজস্ব

লোকসভায় কংগ্রেসের দলনেতা, সাংসদ অধীর চৌধুরী বলেন, 'আমি বিজেপির থেকে জানতে চাই যে গুজরাটের বিধানসভা নির্বাচনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি করোনা বিধি পালন করেছিলেন? আমার মনে হয়, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা পছন্দ হয়নি মনসুখ মাণ্ডবিয়ার। কিন্তু, মানুষের ওই যাত্রা পছন্দ হয়েছে এবং তাতে যোগ দিচ্ছেন। মানুষের নজর ঘোরানোর কাজে মাণ্ডবিয়াকে নিযুক্ত করা হয়েছে।'

কংগ্রেস নেতা জয়রাম রমেশ
৫০ জন ব্যক্তির হাতে 'লুট' দেশের ৯২ হাজার কোটি টাকা! শীর্ষে মেহুল চোকসি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in