

এই মুহূর্তে মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি যথেষ্ট ভয়াবহ। আগামী দু'সপ্তাহ যদি দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে, তবে ফের লকডাউন চালু করতে হবে। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। ভার্চুয়ালি তিনি জানান, আগামী ৮ থেকে ১৫ দিন পরিস্থিতির উপর নজর রাখা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে লকডাউন লাগু হতে পারে। যদিও লকডাউন এড়ানোর জন্য তিনি রাজ্যবাসীকে কোভিড প্রটোকল মেনে চলার অনুরোধ করেন।
রাজ্যবাসীর উদ্দেশ্যে উদ্ধব বলেন, 'আপনাদের কি লকডাউন দরকার? আপনারা যদি দায়িত্বশীল হন, তবে আমরা আগামী আট দিনের মধ্যে তা জানতে পারব। যাঁরা লকডাউন চান না, তাঁরা মাস্ক পরুন। আর যদি লকডাউন চান, তাহলে মাস্ক পরবেন না। মাস্ক পরুন এবং লকডাউনকে 'না' বলুন।' তাঁর কথায়, এটি দ্বিতীয় পর্যায়ের কি না, তা আট থেকে পনেরো দিনের মধ্যে বুঝতে পারব।
গোটা দেশে সবথেকে বেশি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মিলেছে এই মহারাষ্ট্রেই। গত শুক্রবার রাজ্যে ৬০০০ জন করোনা আক্রান্ত হন। শনিবার ৬৯৭১ জন আক্রান্ত হন ও ৩৫ জন মারা যান।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন