
সমাজ সংস্কারক জ্যোতিরাও ফুলে এবং তাঁর স্ত্রী সাবিত্রীবাই ফুলের জীবনের উপর ভিত্তি করে নির্মিত বায়োপিক ‘ফুলে’ সিনেমাটি নিয়ে দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। এমনকি চাপের মুখে পড়ে সিনেমা মুক্তির দিনও পিছিয়ে দিতে হয়েছে। এই আবহে এবার আরএসএস ও বিজেপিকে একযোগে আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, এরা দলিত-বহুজনের ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র করছে।
রাহুল গান্ধী এক্স মাধ্যমে লেখেন, “একদিকে বিজেপি-আরএসএস নেতারা ফুলে-জির প্রতি শ্রদ্ধা জানায়, অন্যদিকে তাঁর জীবনের উপর নির্মিত সিনেমাটি সেন্সর করছে!”
বিরোধী দলনেতার অভিযোগ, মহাত্মা ফুলে এবং সাবিত্রীবাই ফুলে তাঁদের সমগ্র জীবন জাতিভেদের বিরুদ্ধে লড়াইয়ে উৎসর্গ করেছিলেন। কিন্তু সরকার সেই সংগ্রাম এবং এর ঐতিহাসিক তথ্যগুলিকে প্রকাশ্যে আসতে দিতে চায় না।
তিনি বলেন, “বিজেপি-আরএসএস দলিত-বহুজনের ইতিহাস মুছে ফেলতে চায়। তারা চায় না যে জাতিভেদ এবং অবিচারের ইতিহাস মানুষের সামনে আসুক।”
পরিচালক অনন্ত মহাদেবন জানিয়েছেন, ব্রাহ্মণ সম্প্রদায়ের আপত্তির কারণে ছবি মুক্তিতে বিলম্ব হয়েছে, সেন্সর বোর্ডের কারণে নয়। তিনি জানান, “ব্রাহ্মণ সম্প্রদায়ের আপত্তির কারণে সিবিএফসি ছবিতে কিছু সংশোধনের পরামর্শ দিয়েছিল, কিন্তু কোনও দৃশ্য কাটেনি। সবকিছু শিক্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়েছে।”
সেন্সর বোর্ড ‘ফুলে’ ছবিকে ইউ সার্টিফিকেট দিলেও কিছু পরিবর্তনের নির্দেশ দেয়। এর মধ্যে কয়েকটি শব্দ পরিবর্তন, কিছু সংবেদনশীল দৃশ্যের পরিবর্তন এবং কিছু সংলাপ 'হালকা ভাবে' উপস্থাপন করা।
মহাদেবন সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, "সেন্সর বোর্ডের পরামর্শ মতো আমরা সমস্তকিছু পরিবর্তন করেছি। বোর্ড মনে করে ছবিটি সকলের, বিশেষ করে তরুণদের দেখা উচিত। এটি খুবই শিক্ষণীয় সিনেমা। আমি জানি না কেন এই দ্বন্দ্ব এবং পাল্টা যুক্তির ঝড় উঠছে। আমার মনে হয় এটি একটু অতিরঞ্জিত এবং অপ্রয়োজনীয়।"
ছবির ট্রেলার মুক্তির পর বেশ কয়েকটি ব্রাহ্মণ সংগঠন ক্ষোভ প্রকাশ করে। মহারাষ্ট্রের হিন্দু মহাসংঘের সভাপতি আনন্দ দাভে বলেন, “ট্রেলারে ব্রাহ্মণ সম্প্রদায়কে একতরফা নেতিবাচকভাবে দেখানো হয়েছে।”
‘স্ক্যাম ১৯৯২’ খ্যাত প্রতীক গান্ধী এবং অভিনেত্রী পত্রলেখা অভিনীত ‘ফুলে’ গত ১২ এপ্রিল মুক্তি পাওয়ার কথা থাকলেও বিতর্কের কারণে এটি মুক্তির তারিখ পিছিয়ে ২৫ এপ্রিল করা হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন