Rajasthan: 'কঠোর সিদ্ধান্ত' নিতে পারে কংগ্রেস, গেহলটের 'বিরূপ' মন্তব্যের পর সতর্কতা রমেশের

রমেশ বলেন, 'রাজস্থানের মুখ্যমন্ত্রী এমন কিছু শব্দ ব্যবহার করেছেন, যা অপ্রত্যাশিত ছিল। আমরা অনেকেই তাঁর এমন মন্তব্যে অবাক হয়েছি। (টিভি) সাক্ষাৎকারে এই ধরণের শব্দ ব্যবহার করা উচিত হয়নি অশোক গেহলটের।'
অশোক গেহলট, রাহুল গান্ধী ও শচীন পাইলট
অশোক গেহলট, রাহুল গান্ধী ও শচীন পাইলটগ্রাফিক্স - আকাশ

কংগ্রেস নেতা শচীন পাইলট (Sachin Pilot) সম্পর্কে রাজস্থানের (Rajasthan) মুখ্যমন্ত্রী অশোক গেহলট (CM Ashok Gehlot) 'যে শব্দবন্ধ' ব্যবহার করেছেন, তা উচিত হয়নি। রাজস্থানে দলের স্বার্থে 'কঠোর সিদ্ধান্ত' নিতে দ্বিধা করবে না কংগ্রেস।

সোমবার, মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরে রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) ফাঁকে এমনই মন্তব্য করেছেন প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh)।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন রমেশ বলেন, 'কিছু পার্থক্য আছে। তবে, (রাজস্থানের) মুখ্যমন্ত্রী এমন কিছু শব্দ ব্যবহার করেছেন, যা অপ্রত্যাশিত ছিল। আমরা অনেকেই তাঁর এমন মন্তব্যে অবাক হয়েছি। (টিভি) সাক্ষাৎকারে এই ধরণের শব্দ ব্যবহার করা উচিত হয়নি অশোক গেহলটের।'

এরপরে, কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, 'আমরা রাজস্থান ইস্যুটির একটি সমাধান খুঁজে বের করব, যা আমাদের সংগঠনকে শক্তিশালী করবে। এর জন্য যদি আমাদের কঠোর সিদ্ধান্ত নিতে হয়, আমরা তা নেব।'

প্রসঙ্গত, ২৪ নভেম্বর, বৃহস্পতিবার, এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। সেখানে শচীন পাইলট সম্পর্কে তিনি বলেন, 'একজন গদ্দার (বিশ্বাসঘাতক) মুখ্যমন্ত্রী হতে পারে না। মানুষ কীভাবে এমন একজনকে মেনে নিতে পারে যার কাছে ১০ জন বিধায়কও নেই... এমন কেউ যিনি দলের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন এবং যাকে বিশ্বাসঘাতক হিসাবে আখ্যায়িত করা হয়েছে।'

আর, গেহলটের এই মন্তব্যের পর কংগ্রেসের অন্দরে শোরগোল পরে যায়। পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন জয়রাম রামেশ। গত শুক্রবার, দলের ভারসাম্য রক্ষায় রমেশ বলেন, 'গেহলটের মতো অভিজ্ঞ নেতাকে যেমন প্রয়োজন, তেমনই যুব নেতা পাইলটকেও প্রয়োজন কংগ্রেসের।' দল অভ্যন্তরীণ যাবতীয় সঙ্কট আলোচনার মাধ্যমে মিটিয়ে নেবে বলে দাবি করেন রমেশ।

এদিন, একই সুরে কথা বলেন রমেশ। তিনি জানান, দলে 'উভয় নেতারই প্রয়োজন'। রাজস্থানের দ্বন্দ্বের সঠিক সমাধানের জন্য জরুরি পদক্ষেপ নেবে কংগ্রেস। তবে, কখন এটি হবে, সেই সময়সীমা আমি ঠিক করতে পারি না। এটি কংগ্রেস নেতৃত্বই ঠিক করবে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in