

আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলেছে কংগ্রেসের ‘ভারত জোড়ো সংবিধান যাত্রা’। বুধবার সাংবাদিক সম্মেলন করে একথা ঘোষণা করলেন কংগ্রেসের ওবিসি শাখার চেয়ারম্যান অজয় সিং যাদব। এদিন বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, জাত গণনা না করে মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করছে কেন্দ্রের শাসক দল।
বুধবার সাংবাদিক সম্মেলনে অজয় সিং যাদব জানান, আগামী ২৬ নভেম্বর দিল্লির তালকোট্রা স্টেডিয়াম থেকে 'ভারত জোড়ো সংবিধান যাত্রা' শুরু হবে। ১৯৫০ সালে এই দিনেই বি আর আম্বেদকর গণপরিষদের সামনে সংবিধানের চূড়ান্ত খসড়া উপস্থাপন করেছিলেন। চলতি বছর সেটা ৭৫ তম বর্ষে পড়বে। এই যাত্রা চলবে আগামী দু’মাস ধরে। শেষ হবে আগামী ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের দিন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে-সহ দলের অন্যান্য শীর্ষ স্থানীয় নেতারা এই যাত্রায় অংশ নেবেন।
যাদব জানিয়েছেন, কংগ্রেসের ‘ভারত জোড়ো সংবিধান যাত্রা' এসসি, এসটি, ওবিসি এবং সংখ্যালঘু শাখা দ্বারা পরিচালিত হবে।
এরপরেই বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, কেন্দ্রে বিজেপির শাসন কতিপয় শিল্পপতিদের সুবিধা দিচ্ছে। এঁদের হাতেই দেশের বেশিরভাগ সম্পদ। খনি, গ্যাস এবং সেচ প্রকল্পের মতো সম্পদ নিয়ন্ত্রণ করছে এঁরা। কংগ্রেস জনগণকে বিজেপির উদ্দেশ্য সম্পর্কে সচেতন করবে এবং প্রচারের মাধ্যমে জাতিগণনার জন্য দলের দাবি উত্থাপন করবে। এই যাত্রার চলাকালীন বিভিন্ন জায়গায় সেমিনারের আয়োজন করা হবে।
বিজেপি জাতি শুমারি না করে জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করছেন বলেও অভিযোগ করেন হরিয়ানার এই প্রাক্তন মন্ত্রী। যাদবের কথায়, বন সঠিকভাবে পরিচালিত করতে হাতি এবং বাঘেরও গণনা করা হয়। কিন্তু জাত শুমারি করা হচ্ছে না।
যাদব বলেন, ‘সংবিধানে সমতার কথা বলা হয়েছে। তাহলে কেন জাত শুমারি করা হচ্ছে না? সামাজিক ন্যায়বিচার এবং সমতার জন্য, আমরা দাবি করব যে জাত শুমারি হওয়া উচিত। এই সরকার শুধুমাত্র মুষ্টিমেয় শিল্পপতিদের উপকার করতে চায়।‘
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন