ওয়াইনাডে ক্ষতিগ্রস্তদের আর্থিক বঞ্চনা কেন্দ্রের! নিন্দা প্রস্তাব কেরল সরকারের, সমর্থন কংগ্রেসের

People's Reporter: কেরালার মুখ্যমন্ত্রী বলেন, অতীতে বিপর্যয়ের সময় পর্যাপ্ত কেন্দ্রীয় সহায়তা না পাওয়ার দুর্ভাগ্যজনক অভিজ্ঞতা হয়েছে। ওয়াইনাডের ক্ষেত্রে এই ধরনের অভিজ্ঞতার পুনরাবৃত্তি না করাই উচিত।
পিনারাই বিজয়ন
পিনারাই বিজয়নফাইল ছবি সৌজন্যে দ্য প্রিন্ট
Published on

ওয়াইনাডে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার ক্ষেত্রে কেন্দ্রের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলল কেরালা সরকার। যা নিয়ে সোমবার বিধানসভায় নিন্দা প্রস্তাব আনে বাম সরকার। নিন্দা প্রস্তাব সমর্থন করে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট।

সাধারণত কেরালায় বাম এবং কংগ্রেস একে অন্যের বিরোধী। বাম সরকারের বিভিন্ন নীতি নিয়ে প্রায়ই সমালোচনার সুর শোনা যায় কেরালা কংগ্রেস নেতৃত্বের গলায়। তবে কেন্দ্রের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে এক জোট হয়ে গেল বাম ও কংগ্রেস। সোমবার কেরালা বিধানসভায় সরকারের পক্ষ থেকে জানানো হয় ওয়াইনাডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যে কেন্দ্রীয় সরকারের অসহযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। এই নিয়ে নিন্দা প্রস্তাব আনে সরকার। এই প্রস্তাব সমর্থন করেন বাম ও কংগ্রেসের বিধায়করা।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, "অতীতে বিপর্যয়ের সময় পর্যাপ্ত কেন্দ্রীয় সহায়তা না পাওয়ার দুর্ভাগ্যজনক অভিজ্ঞতা হয়েছে। ওয়াইনাডের ক্ষেত্রে এই ধরনের অভিজ্ঞতার পুনরাবৃত্তি না করাই উচিত। তা আমাদের রাজ্যকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। আমরা এখনও আশা করি যে আমরা কেন্দ্রীয় সহায়তা পাব"।

কংগ্রেস বিধায়ক সিদ্দিকি বলেন, কেন্দ্র সরকার এক পয়সাও সাহায্য করেনি। ক্ষতিগ্রস্তরা এখন জিজ্ঞাসা করছেন যে, প্রধানমন্ত্রী কি কেবল ছবি তোলার জন্য দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন?

কেরালার বিরোধী দলনেতা বলেন, কীভাবে কেন্দ্র সরকার আমাদের অবজ্ঞা করছে? গুজরাট আর্থিক সাহায্য পাচ্ছে কিন্তু আমরা কোনও সাহায্য পাইনি। আমরা কি ট্যাক্স দিই না? আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন। তাও কোনও সাহায্য মেলেনি।

প্রসঙ্গত, গত জুলাই মাসে কেরালার ওয়াইনাডে ভূমিধসে ব্যাপক ক্ষতি হয়েছে। গভীর রাতে আচমকাই ধস নেমে গ্রামগুলিতে নদীর জল ঢুকতে শুরু করে। জলের স্রোতে ভেসে যায় একাধিক বাড়ি গাড়ি। এই ধসের কারণে সব থেকে বেশি ক্ষতি হয় মুন্ডক্কাই, চুরমালা, আত্তামালা এবং নুলপুঝা গ্রামগুলি। ক্ষতিগ্রস্ত হয় বহু বাড়ি। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান অনেকে। প্রায় ৪০০ দেহ উদ্ধার করে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। রাজ্যে ১০০-র বেশি ত্রাণ শিবির খুলে ১০ হাজারের বেশি মানুষকে আশ্রয় দেয় কেরালা সরকার।

পিনারাই বিজয়ন
Wayanad: ওয়াইনাডে ক্ষতিগ্রস্তদের ঋণ মকুব করা হোক - ব্যাঙ্কগুলিকে আবেদন কেরালার মুখ্যমন্ত্রীর

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in