Congress: সভাপতি নির্বাচন হোক, তবে 'ভারত জোড়ো যাত্রা'কে গুরুত্ব দিতে আহ্বান রমেশের

অশোক গেহলটকে সমর্থন জানিয়ে শশী থারুরকে কটাক্ষ করার জন্য গৌরব বল্লভকে সতর্ক করেন জয়রাম রমেশ। একইসঙ্গে, দলীয় মুখপাত্রদের ‘ব্যক্তিগত পছন্দ’-কে দূরে রেখে তাদের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন তিনি।
জয়রাম রমেশ
জয়রাম রমেশ ফাইল ছবি, আইএনসি ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

সভাপতি নির্বাচনে শশী থারুরের প্রার্থী পদ নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্যের জেরে কংগ্রেস মুখপাত্র গৌরব বল্লভকে সতর্ক করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। দলের সব মুখপাত্র এবং গণসংযোগ বিভাগের সদস্যদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারীদের নিয়ে কোনও মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন তিনি।

১৭ অক্টোবর, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন শশী থারুর এবং অশোক গেহলট। তবে, তার আগে অশোক গেহলটকে সমর্থন জানিয়ে শশী থারুরকে কটাক্ষ করার জন্য গৌরব বল্লভকে সতর্ক করেন জয়রাম রমেশ। একইসঙ্গে, দলীয় মুখপাত্রদের ‘ব্যক্তিগত পছন্দ’-কে দূরে রেখে তাদের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন তিনি।

এক নোটিশে বলেন, ‘আমি AICC-এর যোগাযোগ বিভাগের সকল মুখপাত্র এবং অফিস-আধিকারিকদেরকে জোরালোভাবে অনুরোধ করছি, তাঁরা যেন কংগ্রেসের সভাপতির পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী আমাদের কোনও সহকর্মীর বিষয়ে কোনও ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকেন।’

সম্প্রতি, কংগ্রেসের মুখপাত্র গৌরব বল্লভ দলের শীর্ষ পদের জন্য রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে শশী থারুরের চেয়ে ‘ভালো প্রার্থী’ হিসাবে মন্তব্য করার পরেই এই নোটিশ জারি করা হয়েছে।

ঠিক কী বলেছিলেন গৌরব বল্লভ?

কংগ্রেসের মুখপাত্র গৌরব বলেছিলেন, ‘প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে গেহলটের অভিজ্ঞতা রয়েছে। ২০১৮ সালে রাজস্থানের বিধানসভা নির্বাচনে তিনি BJP-কে পরাজিত করেছিলেন। অন্যদিকে, গত আট বছরে থারুর (শশী থারুর) সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি থাকার সময় শুধুমাত্র চিঠি পাঠাতে পেরেছিলেন।’ পরে টুইটারে তিনি জানান, ‘এটি তাঁর ব্যক্তিগত মতামত।’

রমেশ নোটিশে জানান, ‘রাজনৈতিক দল হিসাবে কংগ্রেসের অবস্থান তুলে ধরতে সমস্ত পদাধিকারীদেরকে অনুরোধ করছি। মনে রাখতে হবে, সভাপতি নির্বাচনের জন্য কংগ্রেসের একটি গণতান্ত্রিক এবং স্বচ্ছ ব্যবস্থা রয়েছে।’

তবে শুধু সভাপতি নির্বাচন নয়, একইসঙ্গে 'ভারত জোড়ো যাত্রা'-য় দলীয় কর্মীদের গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন রমেশ।

তিনি বলেন, ‘যদি ১৭ অক্টোবর নির্বাচন হয়, তা হোক। আমরা একে স্বাগত জানাই। তা সত্ত্বেও, ভারত জোড়ো যাত্রা ফোকাস হওয়া উচিত পুরো সংগঠনের। যা ইতিমধ্যেই দেশজুড়ে অসাধারণ সাড়া জাগিয়েছে।’

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in