মিডিয়ার উপর 'সেন্সরশিপ' চাপাতে চাইছে কেন্দ্র, নয়া IT বিধি নিয়ে অভিযোগ কংগ্রেসের

নয়া IT Rules-র খসড়ায়, কোনটি আসল খবর আর কোনটি ভুয়ো, তা নির্ধারণ করার দায়িত্ব PIB-কে দেওয়া হয়েছে। অর্থাৎ কোনও সংবাদ প্রকাশের যোগ্য কিনা, এবং তা মিথ্যা কিনা - তা চেক করবে PIB-এর ফ্যাক্ট চেকিং ইউনিট।
সাংবাদিক সম্মেলনে কংগ্রেস মুখপাত্র পবন খেরা
সাংবাদিক সম্মেলনে কংগ্রেস মুখপাত্র পবন খেরাফাইল ছবি আইএনসি ট্যুইটার হ্যান্ডেলের ভিডিও থেকে স্ক্রীনশট

এডিটরস গিল্ডের (Editors Guild of India) পর, এবার কেন্দ্রের নয়া IT Rule নিয়ে সরব হয়েছে কংগ্রেসও। প্রেস ইনফর্মেশন ব্যুরো (PIB)-র মাধ্যমে অনলাইন সংবাদ মাধ্যমের উপর বুলডোজার চালাতে চাইছে মোদী সরকার, এমনটাই দাবি করেছেন কংগ্রেসের মিডিয়া বিভাগের প্রধান পবন খেরা (Pawan Khera)।

বৃহস্পতিবার, এক সাংবাদিক সম্মেলনে পবন খেরা বলেন, 'প্রেসের উপর বুলডোজার চালানো মোদী সরকারের জন্য নতুন নয়। 'গোদী মিডিয়া' একটি জনপ্রিয় শব্দ, এটি বেশিরভাগ ভারতীয়দের মনে গেঁথে গেছে। এখন 'গোদী সোশ্যাল মিডিয়া' বানাতে চাইছে এই সরকার।'

কংগ্রেসের অভিযোগ, 'মোদী সরকারের ভাবমূর্তি বাঁচাতে, 'সত্য'কে 'মিথ্যা'য় রূপান্তরিত করতে অভ্যাসগত অপরাধী হয়ে উঠেছে পিআইবি-র ফ্যাক্ট চেকিং ইউনিট (FCU)।'

কংগ্রেস নেতা বলেন, 'এর মানে হল যে পিআইবি-র ফ্যাক্ট চেকিং ইউনিট এমন বিষয়বস্তু সরিয়ে ফেলতে পারদর্শী হয়ে উঠেছে, যেগুলি মোদী সরকারের ভাবমূর্তি অনুসারে মেলে না। এমনকি এনিয়ে 'গভীর উদ্বেগ' প্রকাশ করেছে এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া।'

তিনি বলেন, 'গিল্ড বুধবার একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, কোনটি ভুয়ো খবর আর কোনটা নয়, তা নির্ধারণ করার ক্ষমতা যদি নিরঙ্কুশভাবে শুধুমাত্র সরকার অর্থাৎ সরকারি সংস্থার হাতে থাকে তাহলে তা সংবাদমাধ্যমের সেন্সরশিপ-এ পরিণত হবে। যা একরকমভাবে সংবাদমাধ্যমের কণ্ঠরোধের স্বরূপ।’

একইসঙ্গে, 'কেন্দ্রীয় সরকারের কোনও ব্যবসার ক্ষেত্রে' এই শব্দের আপত্তি জানিয়ে গিল্ড বলেছে, 'এটি সরকারের বৈধ সমালোচনাকে দমিয়ে রাখবে এবং সরকারকে জবাবদিহি করার জন্য প্রেসের যে ক্ষমতা, তার উপর বিরূপ প্রভাব পড়বে।'

নয়া IT Rules-র খসড়ায়, কোনটি আসল খবর আর কোনটি ভুয়ো খবর, তা নির্ধারণ করার ক্ষমতা প্রেস ইনফর্মেশন ব্যুরোকে (PIB) দিতে চলেছে কেন্দ্রের তথ্য সম্প্রচার মন্ত্রক। অর্থাৎ কোনও সংবাদ প্রকাশের যোগ্য কিনা, এবং তা মিথ্যা কিনা - তা চেক করবে প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)-এর ফ্যাক্ট চেকিং ইউনিট। কোনও সমস্যা দেখা দিলে, সরকারের পক্ষ থেকে তা সোশ্যাল মিডিয়া/অনলাইন ওয়েবসাইট/OTT প্ল্যাটফর্মগুলি থেকে সরিয়ে দেওয়া হবে। আর, তা নিয়েই এদিন উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস।

কংগ্রেস নেতা পবন খেরা বলেন, 'বাকস্বাধীনতার উপর গোপন আক্রমণ ও জঘন্য সেন্সরশিপের তীব্র নিন্দা জানায় ভারতীয় জাতীয় কংগ্রেস। আমরা দাবি করছি যে খসড়া আইটি বিধিতে (IT Rule 2021) নতুন সংশোধনী অবিলম্বে প্রত্যাহার করা হোক। এবং সংসদের আসন্ন অধিবেশনে এই নিয়মগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হোক।'

তিনি বলেন, 'আইটি বিধি ২০২১-এর খসড়া সংশোধনের জন্য পরামর্শের সময়সীমা ২৫ জানুয়ারী পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্র। এবং, ধূর্ততার সাথে একটি বিধান যুক্ত করেছে মোদী সরকার। যে বিধিতে বলা হয়েছে, '

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in