প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছবি, মোদীর ফেসবুক পেজ থেকে স্ক্রিনশট

NCERT: মোদী সরকারের আমলে পাঠ্যবই থেকে বাদ পড়তে চলেছে সংবিধানের প্রস্তবনা! দাবি কংগ্রেস সাংসদের

People's Reporter: সফি পরাম্বিল বলেন, ‘‘ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত ‘সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ’ শব্দদু’টি আড়াল করাই নরেন্দ্র মোদী সরকারের উদ্দেশ্য।’’
Published on

ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি) অনুমোদিত পাঠ্যবই থেকে কেন বাদ দেওয়া হল সংবিধানের প্রস্তাবনা। বুধবার লোকসভায় এমনই প্রশ্ন তোলেন কেরালার ভাডাকারার কংগ্রেস সাংসদ সফি পরাম্বিল।

এবিষয়ে মঙ্গলবার কংগ্রেস সাংসদ সফি পরাম্বিল বলেন, ‘‘ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত ‘সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ’ শব্দদু’টি আড়াল করাই নরেন্দ্র মোদী সরকারের উদ্দেশ্য।’’

প্রসঙ্গত, মঙ্গলবার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, এনসিইআরটি অনুমোদিত ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে সংবিধানের প্রস্তাবনা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সরাসরি তা অস্বীকার করে বলেছিলেন, ‘‘এমন কোনও সিদ্ধান্ত হয়নি।’’

উল্লেখ্য, লোকসভা ভোটের পর থেকেই এনসিইআরটি অনুমোদিত সামাজিক এবং রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যবইয়ের পরিবর্তন নিয়ে বিতর্ক দানা বাঁধতে শুরু করে। জুন মাসে সংস্থার অধিকর্তা দীনেশপ্রসাদ সাকলানি জানিয়েছিলেন, সামাজিক বিজ্ঞানের পাঠ্যক্রম সংশোধনের জন্য একটি উচ্চপর্যায়ের প্যানেলের সুপারিশ অনুসারে তাদের অনুমোদিত পাঠ্যবইয়ে ইন্ডিয়া-র পাশাপাশি, থাকছে ভারত-ও। তার পরেই কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছিলেন, ‘‘আরএসএস অনুমোদিত সংস্থার মতো কাজ করছে এনসিইআরটি।’’

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in