Congress: খাড়গের শপথ, নতুন ওয়ার্কিং কমিটি তৈরি করতে পদত্যাগ সব সদস্যের

বুধবার কে সি বেণুগোপাল এক ট্যুইট বার্তায় জানিয়েছেন, "সকল CWC সদস্য, AICC জেনারেল সেক্রেটারি এবং ইনচার্জরা মাননীয় কংগ্রেস সভাপতির কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।"
কংগ্রেস সভাপতি পদে শপথ নিলেন মল্লিকার্জুন খাড়গে
কংগ্রেস সভাপতি পদে শপথ নিলেন মল্লিকার্জুন খাড়গেছবি কে সি বেণুগোপালের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

বুধবার মল্লিকার্জুন খাড়গে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস সভাপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পরে, কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) সমস্ত সদস্য, সাধারণ সম্পাদক এবং ইনচার্জরা তাদের পদত্যাগপত্র পেশ করেছেন। নতুন সভাপতি খাড়গে কংগ্রেস ওয়ার্কিং কমিটির ১২ সদস্য নির্বাচিত হবার পর তাঁর নতুন টিম ঘোষণা করবেন।

বুধবার কে সি বেণুগোপাল এক ট্যুইট বার্তায় জানিয়েছেন, "সকল CWC সদস্য, AICC জেনারেল সেক্রেটারি এবং ইনচার্জরা মাননীয় কংগ্রেস সভাপতির কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।"

এর আগে, খাড়গে তাঁর প্রথম বক্তৃতায় বলেন, "বাবা সাহেবের সংবিধানকে সঙ্ঘের সংবিধান দিয়ে প্রতিস্থাপন করার চেষ্টা চলছে এবং কংগ্রেস তা হতে দেবে না।"

তিনি অভিযোগ করেন যে "নতুন ভারত কর্মহীন, দারিদ্র্য বড়ো আকার ধারণ করেছে এবং কৃষকদের চাকার নিচে পিষ্ট করা হচ্ছে। সরকারের প্রচেষ্টা দেশকে বিরোধীহীন করার জন্য, কিন্তু কংগ্রেস জনগণের জন্য সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।"

তিনি আরও বলেন, উদয়পুর ঘোষণা অনুসারে, দলীয় পদগুলি জরুরি ভিত্তিতে পূরণ করা হবে এবং এসসি, এসটি এবং ওবিসিদের উপর বিশেষ জোর দিয়ে একটি সামাজিক উপদেষ্টা কমিটি তৈরি করা হবে।

তিনি বলেছিলেন যে তিনি ১৯৬৯ সালে ব্লক কংগ্রেস কমিটির কর্মী হিসাবে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন এবং এখন দলের সভাপতি।

তিনি দলের সভাপতি হিসাবে কংগ্রেসকে শক্তিশালী করার প্রচেষ্টার জন্য সোনিয়া গান্ধীকে ধন্যবাদও জানিয়েছেন।

কংগ্রেস সভাপতি পদে শপথ নিলেন মল্লিকার্জুন খাড়গে
Congress: দলে আমার কী ভূমিকা হবে তা ঠিক করবেন সভাপতি খাড়গে - রাহুল গান্ধী
কংগ্রেস সভাপতি পদে শপথ নিলেন মল্লিকার্জুন খাড়গে
Congress Presidential Poll: কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে, অনেক পেছনে শশী থারুর

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in