

কোচিন, ৫ মার্চঃ- কেরালায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে জলঘোলা শুরু হয়েছে। সম্প্রতি, বিজেপির রাজ্য সভাপতি কে. সুরেন্দ্রন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ৮৮ বছরের প্রখ্যাত প্রযুক্তিবিদ ই. শ্রীধরণ এর নাম ঘোষণা করেছিলেন। কয়েক ঘন্টার মধ্যেই অবস্থান বদল করেন তিনি। তিনি বলেন- “এই ধরণের কোনো সিদ্ধান্তই নেওয়া হয়নি, মিডিয়ায় আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঠিক করতে পারে একমাত্র কেন্দ্রীয় নেতৃত্ব।”
প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৫শে ফেব্রুয়ারি “মেট্রো ম্যান” হিসাবেই পরিচিত ই. শ্রীধরণ বিজেপিতে যোগ দেন। দিল্লি মেট্রো সহ দেশের বিভিন্ন শহরে মেট্রো প্রোজেক্টের কারিগর তিনি। সাংবাদিকদের সামনে তিনি বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে ইচ্ছে প্রকাশও করেছিলেন। সেই মতো- বিজেপির রাজ্য সম্পাদক তাঁর নাম ঘোষণাও করে দিয়েছিলেন। শেষ মুহূর্তে বেঁকে বসে নেতৃত্বের একাংশ। অনেকেই মনে করছেন শ্রীধরনের ৮৮ বছর বয়সটাই ফ্যাক্টর।
সামনেই কেরালার বিধানসভা নির্বাচন। লড়াই মূলত সিপিআইএম পরিচালিত এলডিএফ জোটের সঙ্গে কংগ্রেস পরিচালিত ইউডিএফ জোটের। সেখানে বিজেপির সম্ভাবনা প্রায় নেই বলেই ধারণা রাজনৈতিক মহলের। তবুও নির্বাচনে কোনোপক্ষই জমি ছাড়তে নারাজ। এদিকে সিপিআইএম পরিচালিত এলডিএফ জোট এখনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেনি। এলডিএফ জিতলে সম্ভবত পিনারাই বিজয়নই আবার মুখ্যমন্ত্রী হবেন। উল্টোদিকে কংগ্রেস- পরিচালিত ইউডিএফ জোটও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে কারোর নাম ঘোষণা করেনি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন