Commercial LPG: এক ধাক্কায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামে ২০৯ টাকা বৃদ্ধি

People's Reporter: দাম বৃদ্ধির পর নয়াদিল্লীতে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১,৭৩১.৫০ টাকা। মুম্বাইতে সিলিন্ডারের দাম ১,৬৮৪ টাকা, চেন্নাইতে ১,৮৯৮ টাকা ও কলকাতায় ১,৮৩৯ টাকা।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীফাইল ছবি, নিউজক্লিকের সৌজন্যে

এক ধাক্কায় বাণিজ্যিক এলপিজি (লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডারের দাম বাড়লো ২০৯ টাকা। রবিবার থেকেই এই বর্ধিত দাম কার্যকর হবে। রবিবারই এই সংক্রান্ত ঘোষণা করেছে অয়েল মার্কেটিং কোম্পানিস (ওএমসিএস)।

রবিবারের দাম বৃদ্ধির ঘোষণার পর রাজধানী শহর নয়াদিল্লীতে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১,৭৩১.৫০ টাকা। দাম বৃদ্ধির মুম্বাইতে এই সিলিন্ডারের দাম দাঁড়াচ্ছে ১,৬৮৪ টাকা, চেন্নাইতে ১,৮৯৮ টাকা এবং কলকাতায় ১,৮৩৯ টাকা। এছাড়াও বেঙ্গালুরুতে ১,৮১৩ টাকা এবং লখনোউতে ১,৮৪৫ টাকা।

এর আগে গত ১ সেপ্টেম্বর বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৫৮ টাকা কমানো হয়েছিল। দাম কমার পর বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হয়েছিল ১,৫২২ টাকা।

গত আগস্ট মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছিল ৯৯.৭৫ টাকা।

এদিন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হলেও গৃহস্থালির গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

- with Agency inputs

ছবি প্রতীকী
সিনেমার ছাড়পত্র দিতে ঘুষ নিচ্ছে সেন্সর বোর্ড! চাঞ্চল্যকর অভিযোগ প্রযোজকের
ছবি প্রতীকী
Punjab: ফসলের ক্ষতিপূরণ-সহ একাধিক দাবিতে তিনদিন ধরে কৃষকদের ‘রেল রোকো’, বাতিল ৬০০ ট্রেন

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in