এক ধাক্কায় বাণিজ্যিক এলপিজি (লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডারের দাম বাড়লো ২০৯ টাকা। রবিবার থেকেই এই বর্ধিত দাম কার্যকর হবে। রবিবারই এই সংক্রান্ত ঘোষণা করেছে অয়েল মার্কেটিং কোম্পানিস (ওএমসিএস)।
রবিবারের দাম বৃদ্ধির ঘোষণার পর রাজধানী শহর নয়াদিল্লীতে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১,৭৩১.৫০ টাকা। দাম বৃদ্ধির মুম্বাইতে এই সিলিন্ডারের দাম দাঁড়াচ্ছে ১,৬৮৪ টাকা, চেন্নাইতে ১,৮৯৮ টাকা এবং কলকাতায় ১,৮৩৯ টাকা। এছাড়াও বেঙ্গালুরুতে ১,৮১৩ টাকা এবং লখনোউতে ১,৮৪৫ টাকা।
এর আগে গত ১ সেপ্টেম্বর বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৫৮ টাকা কমানো হয়েছিল। দাম কমার পর বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হয়েছিল ১,৫২২ টাকা।
গত আগস্ট মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছিল ৯৯.৭৫ টাকা।
এদিন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হলেও গৃহস্থালির গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
- with Agency inputs
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন