

সারা দেশে কয়লা সংকট গুরুতর আকার ধারণ করেছে এবং বহু বিদ্যুৎ কেন্দ্রে আর মাত্র একদিনের কয়লা মজুত আছে। শুক্রবার দিল্লির বিদ্যুৎমন্ত্রী সত্যেন্দ্র জৈন একথা জানিয়েছেন।
বর্তমান কয়লা সংকট নিয়ে আশঙ্কা জানিয়ে জৈন বলেন, "যেখানে কোনও বিদ্যুৎ কেন্দ্রে কমপক্ষে ২১ দিনের কয়লা মজুত থাকার দরকার সেখানে কোনও কোনও বিদ্যুৎ কেন্দ্রে ১ দিনের কয়লাও মজুত নেই।
কয়লা সরবরাহের বিষয়ে এক জরুরি বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও জানিয়েছেন, "যদি বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং আমরা তা পেতে থাকি সেক্ষেত্রে কোন সমস্যা নেই। কিন্তু যদি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায় দিল্লীতে তা খুবই সমস্যার হবে। কারণ...দেশে কয়লার ঘাটতি রয়েছে,"
এই প্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল এক ট্যুইট বার্তায় জানিয়েছেন, "দেশে বিদ্যুতের বিশাল ঘাটতি রয়েছে। এখনও পর্যন্ত আমরা দিল্লিতে কোনও না কোনওভাবে এটি পরিচালনা করেছি। সমগ্র ভারতে পরিস্থিতি খুব গুরুতর। একসাথে আমাদের শীঘ্রই এর সমাধান খুঁজে বের করতে হবে। দ্রুত, সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করে এই সমস্যার মোকাবিলা করতে হবে।"
দিল্লির বিদ্যুৎ মন্ত্রী বৃহস্পতিবার এই বিষয়ে একটি জরুরি বৈঠক করেছেন এবং দিল্লিতে বিদ্যুৎ সরবরাহকারী বিদ্যুৎ কেন্দ্রগুলিতে পর্যাপ্ত কয়লার প্রাপ্যতা নিশ্চিত করার জন্য কেন্দ্রকে অনুরোধ করেছেন।
বৃহস্পতিবার এক বিবৃতিতে সরকার বলেছে, "দাদরি-২ এবং উনচাহার পাওয়ার স্টেশনগুলি থেকে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার কারণে, দিল্লি মেট্রো এবং দিল্লির সরকারি হাসপাতাল সহ অনেক প্রয়োজনীয় প্রতিষ্ঠানে ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহে সমস্যা হতে পারে।"
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন