Indian Railways: LHB কোচের জন্য প্রায় ৪০ হাজার চাকার বরাত পেল চীনা সংস্থা - জনালেন রেলমন্ত্রী

রেলমন্ত্রী জানান, ‘ভারতীয় রেলের জন্য চীনা সংস্থাকে প্রায় ৪০ হাজার চাকা বরাত দেওয়া হয়েছে। এর আগে সেই বরাত পেয়েছিল ইউক্রেনের একটি সংস্থা। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে সেই চুক্তি বাতিল হয়ে যায়।
Indian Railways: LHB কোচের জন্য প্রায় ৪০ হাজার চাকার বরাত পেল চীনা সংস্থা - জনালেন রেলমন্ত্রী
ফাইল ছবি- সংগৃহীত
Published on

এবার LHB কোচের জন্য প্রায় ৪০ হাজার চাকার বরাত দেওয়া হল চীনা সংস্থাকে। বৃহস্পতিবার এই খবর জানান কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বরাত যায় চীনা সংস্থা তাইয়ুনের কাছে।

ভারত-চীন সম্পর্ক নিয়ে বারবার সরব হয়েছে বিরোধীরা। কেন্দ্রের কাছে বিরোধীরা জানতে চান আত্মনির্ভর ভারতের নাম করে কেন চীনের সাথে বাণিজ্য চালানো হচ্ছে। এবিষয়ে রেলমন্ত্রী জানান, ‘ভারতীয় রেলের জন্য চীনা সংস্থাকে প্রায় ৪০ হাজার চাকা বরাত দেওয়া হয়েছে। এর আগে সেই বরাত পেয়েছিল ইউক্রেনের একটি সংস্থা। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে সেই চুক্তি বাতিল হয়ে যায়। সেই সময় বরাত দেওয়া হয়েছিল ৩০ হাজার চাকার’।

উল্লেখ্য, এর আগে ভারত সরকারের রেলমন্ত্রক সূত্রে জানানো হয়েছিল ‘বন্দে ভারত’ ট্রেনগুলির চাকা বানানোর জন্য ১৭০ কোটি টাকার বরাত দেওয়া হয়েছে এক চীনা কোম্পানিকে। গত এপ্রিল মাসে টেন্ডারটি ডাকা হয়। আর মে মাসে তা যায় চীনা সংস্থা টিজেড হংকং ইন্টারন্যাশনাল লিমিটেডের ঝুলিতে।

সেই সময় এই বরাতের খবর শুনে নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করেছিল কংগ্রেসের এক নেতা। তিনি বলেছিলেন, কেন্দ্রীয় সরকার কার্যত দ্বিচারিতা করছে, একদিকে ভারত সরকার বলছে চীনা প্রোডাক্ট, চীনা অ্যাপ ব্যবহার করা যাবে না। আবার অন্যদিকে সেই চীনা কোম্পানির দিকে ব্যবসার ক্ষেত্রে হাত বাড়িয়ে দিচ্ছে।

Indian Railways: LHB কোচের জন্য প্রায় ৪০ হাজার চাকার বরাত পেল চীনা সংস্থা - জনালেন রেলমন্ত্রী
Vande Bharat Express: 'বন্দে ভারত' এক্সপ্রেসের চাকার বরাত পেল চীনা কোম্পানি!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in