
এবার LHB কোচের জন্য প্রায় ৪০ হাজার চাকার বরাত দেওয়া হল চীনা সংস্থাকে। বৃহস্পতিবার এই খবর জানান কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বরাত যায় চীনা সংস্থা তাইয়ুনের কাছে।
ভারত-চীন সম্পর্ক নিয়ে বারবার সরব হয়েছে বিরোধীরা। কেন্দ্রের কাছে বিরোধীরা জানতে চান আত্মনির্ভর ভারতের নাম করে কেন চীনের সাথে বাণিজ্য চালানো হচ্ছে। এবিষয়ে রেলমন্ত্রী জানান, ‘ভারতীয় রেলের জন্য চীনা সংস্থাকে প্রায় ৪০ হাজার চাকা বরাত দেওয়া হয়েছে। এর আগে সেই বরাত পেয়েছিল ইউক্রেনের একটি সংস্থা। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে সেই চুক্তি বাতিল হয়ে যায়। সেই সময় বরাত দেওয়া হয়েছিল ৩০ হাজার চাকার’।
উল্লেখ্য, এর আগে ভারত সরকারের রেলমন্ত্রক সূত্রে জানানো হয়েছিল ‘বন্দে ভারত’ ট্রেনগুলির চাকা বানানোর জন্য ১৭০ কোটি টাকার বরাত দেওয়া হয়েছে এক চীনা কোম্পানিকে। গত এপ্রিল মাসে টেন্ডারটি ডাকা হয়। আর মে মাসে তা যায় চীনা সংস্থা টিজেড হংকং ইন্টারন্যাশনাল লিমিটেডের ঝুলিতে।
সেই সময় এই বরাতের খবর শুনে নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করেছিল কংগ্রেসের এক নেতা। তিনি বলেছিলেন, কেন্দ্রীয় সরকার কার্যত দ্বিচারিতা করছে, একদিকে ভারত সরকার বলছে চীনা প্রোডাক্ট, চীনা অ্যাপ ব্যবহার করা যাবে না। আবার অন্যদিকে সেই চীনা কোম্পানির দিকে ব্যবসার ক্ষেত্রে হাত বাড়িয়ে দিচ্ছে।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন