Kalyan Banerjee: ওয়াকফ বিল নিয়ে বিবাদ জেপিসি বৈঠকে, জখম হলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়

People's Reporter: ওয়াকফ বিল নিয়ে তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে বাদানুবাদের সময় কাঁচের বোতল তুলে টেবিলে জোরে ঠুকে দেন কল্যাণ। যার ফলে হাতে চোট পান কল্যাণ।
জেপিসি বৈঠকে জখম কল্যাণ বন্দ্যোপাধ্যায়
জেপিসি বৈঠকে জখম কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছবি - সংগৃহীত
Published on

ওয়াকফ বিল নিয়ে মঙ্গলবার যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) –র বৈঠকে বিবাদে জড়ান দুই সাংসদ। বিবাদের জেরে জখম হন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, কাঁচের বোতল ভেঙে আঙুলে চোট পান তিনি। চারটি সেলাই পড়েছে শ্রীরামপুরের সাংসদের।

ইন্ডিয়া টুডের প্রকাশিত খবর অনুযায়ী, ওয়াকফ বিল নিয়ে তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে বাদানুবাদের সময় কাঁচের বোতল তুলে টেবিলে জোরে ঠুকে দেন কল্যাণ। যার ফলে হাতে চোট পান কল্যাণ। বৈঠকের শেষে আহত কল্যাণকে ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম) সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি ধরে বাইরে নিয়ে আসেন। সঙ্গে ছিলেন আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। সূত্রের খবর, কল্যাণের হাতে চারটে সেলাই পড়েছে। বৈঠকে অসংসদীয় ভাষা প্রয়োগের জন্য় কল্যাণকে এক দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ আগষ্ট বিরোধীদের আপত্তি থাকা সত্ত্বেও লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেণ রিজিজু। এরপর বিলটি ‘অসংবিধানিক এবং মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপকারী’ বলে অভিযোগ তুলে বিরোধীরা একযোগে আপত্তি জানান। দীর্ঘ বিতর্কের শেষে ঐকমত্যের লক্ষ্যে বিলটি যৌথ সংসদীয় কমিটির (জেপিসি)-র কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র।

বিরোধী দলের বক্তব্য হল, ওই বিল সংবিধান-বিরোধী। এর ফলে এক দিকে যেমন মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেবে, তেমনই যুক্তরাষ্ট্রীয় কাঠামোতেও আঘাত করা হবে। বিলে বলা রয়েছে, আগামী দিনে কোনও সম্পত্তি ওয়াকফ হিসাবে ঘোষণা করার অধিকার ওয়াকফ বোর্ডের হাতে থাকবে না। ওই ক্ষমতা তুলে দেওয়া হবে জেলাশাসকদের হাতে। বিরোধীদের অভিযোগ, নতুন আইনে যাবতীয় ক্ষমতা জেলাশাসকের হাতে চলে যাবে। এর ফলে জেলাশাসক ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের থেকেও শক্তিশালী হয়ে উঠবেন। যাবতীয় গুরুত্ব হারাবে ওয়াকফ বোর্ড।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in