
আশা শ্রমিকদের ভাতা বৃদ্ধি নিয়ে বহু দিন ধরেই আন্দোলন-ধর্মঘট চলছে দেশজুড়ে। অবশেষে আশা শ্রমিকদের ভাতা বাড়াল কেন্দ্র। ২০০০ টাকা থেকে বৃদ্ধি করে ৩৫০০ টাকা করা হয়েছে। মার্চ মাসে ন্যারিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুলাই মাস থেকে বর্ধিত হারে ভাতা দেওয়ার কথা জানানো হয়েছে। শুক্রবার রাজ্যসভায় সিপিআইএম সাংসদ জন ব্রিটাসের করা প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী প্রতাপরাও যাদব।
ভাতা বৃদ্ধি পেতেই ভারতের আশা শ্রমিক ও সহকারী ফেডারেশন (AWFFI) -এর তরফ থেকে বিক্ষোভরত আশা শ্রমিকদের অভিনন্দন জানানো হয়েছে। সংগঠনের দাবি, গত ৯ জুলাই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের ডাকা ধর্মঘটে শ্রমিকদের ব্যাপক উপস্থিতির জেরেই কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এই ধর্মঘটে দেশের ৮০ শতাংশ আশা শ্রমিক ও সহকারিরা অংশ নিয়েছিলেন। শেষবারের মতো আশা শ্রমিকদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর।
যদিও ভাতা বৃদ্ধি নিয়ে খুশি নয় এডাব্লুএফএফআই সহ অন্যান্য সংগঠন। তাদের দাবি, করোনা পরবর্তীকালে আশা শ্রমিকদের কাজের চাপ বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক অসুস্থতায় আক্রান্ত মানুষের সেবা শুশ্রূষার জন্যেও আশা শ্রমিকদের নিয়োগ করা হচ্ছে। এরই মধ্যে খাবার, ওষুধপত্রের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। ফলত ভাতা যতটুকু বাড়ানো হয়েছে তা মোটেই পর্যাপ্ত নয়।
তবে ভাতা বৃদ্ধির এই সিদ্ধান্ত বাস্তবায়নে সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে আশা শ্রমিক ও ফেডারেশন। তাদের দাবি, মার্চের বাজেট অধিবেশনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ভাতা বৃদ্ধির আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। ফেডারেশনের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে, স্থায়ি ভাতা যখন বাড়াতেই হল, তাহলে ২০২৫-২৬ -এর বাজেটে অর্থমন্ত্রী তা জানাল না কেন? যদিও তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত এই ভাতা বৃদ্ধি নিয়ে কোনও রাজ্য সরকারকে কোনও বার্তা দেওয়া হয়নি। এমনকি ভাতা বৃদ্ধি নিয়ে কোনও অতিরিক্ত তহবিলও তৈরি করেনি কেন্দ্র।
অন্যদিকে, স্থায়ী ভাতা বাড়ার পাশাপাশি এদিন দশ বছর কাজ করার পর এককালীন ভাতা ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করে দেওয়ার দাবি করে কেন্দ্র। যদিও এই ধরণের 'স্বেচ্ছা অবসর নীতি' মেনে নিতে অস্বীকার করে এডাব্লুএফএফআই। সংগঠনের দাবি, এর বদলে আশা শ্রমিকদের সুনির্দিষ্ট অবসর নীতি, পেনশন, গ্র্যাচুইটি সহ অন্যান্য সুযোগ সুবিধা দিতে হবে।
তবে শুক্রবার রাজ্যসভায় কেন্দ্রের মন্ত্রী আশা শ্রমিকদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করলেও আশা সহকারীদের বিষয়ে কোন বাক্য খরচ করেননি। যা নিয়ে ধিক্কার জানিয়েছে এডাব্লুএফএফআই।
পাশাপাশি ৪৫তম আইএলসি'র সুপারিশ অনুযায়ী, আশা শ্রমিক ও সহকারীদের স্থায়ী মেয়াদে নিয়োগ, ন্যূনতম মজুরি, পেনশন, পিএফ, ইএসআই, অ্যাচুইটি, মাতৃত্বকালীন ছুটি, যোগ্যতার গুরুত্বের ভিত্তিতে চিহ্নিতকরণ এবং ডিএ সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব এখনও বাস্তবায়িত হয়নি। যার প্রতিবাদে আগামী ১৮ আগস্ট তিরুবনন্তপুরমে সারা ভারত মহা সমাবেশের ডাক দিয়েছে আশা শ্রমিকদের সংগঠন। পরবর্তীতে এই দাবি না মানলে দেশজুড়ে ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে এডাব্লুএফএফআই।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন