কৃষি আইন ফের কার্যকর করার কোনও অভিপ্রায় নেই কেন্দ্রের, চাপের মুখে সুর নরম কৃষিমন্ত্রীর

মহারাষ্ট্রের এক অনুষ্ঠানে গিয়ে কৃষিমন্ত্রীর মন্তব্যের জেরে বিভ্রান্তি তৈরি হয়। রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয় কেন্দ্র কী তবে পাঞ্জাব-উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের পর আবার কৃষি আইন লাগু করতে উদ্যোগী হবে?
কৃষি আইন ফের কার্যকর করার কোনও অভিপ্রায় নেই কেন্দ্রের, চাপের মুখে সুর নরম কৃষিমন্ত্রীর
ফাইল চিত্র

চাপের মুখে মন্তব্যের ২৪ ঘন্টার মধ্যে ভোলবদল করলেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। পাশাপাশি অভিযোগ করেন তাঁর মন্তব্যকে বিকৃত করা হয়েছে। তিনি দাবি করেন, কৃষি আইন পুনরায় কার্যকর করার কোনও অভিপ্রায় নেই কেন্দ্রীয় সরকারের।

প্রসঙ্গত, মহারাষ্ট্রের এক অনুষ্ঠানে গিয়ে কৃষিমন্ত্রী এমনকিছু মন্তব্য করেছিলেন, যার জেরে বিভ্রান্তি তৈরি হয়। রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয় কেন্দ্র কী তবে পাঞ্জাব-উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের পর আবার কৃষি আইন লাগু করতে উদ্যোগী হবে?

কৃষিমন্ত্রী অনুষ্ঠানে বলেছিলেন – “আমরা কৃষি সংশোধনী আইন নিয়ে এসেছি। কিন্তু কিছু মানুষ এই আইনগুলি পছন্দ করেননি। স্বাধীনতার ৭০ বছর পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটি বড় সংস্কার ছিল এই তিনটি আইন।” অনুষ্ঠানে তিনি এও বলেন চাপের মুখে সরকার এক ধাপ পিছিয়ে গিয়েছে। কিন্তু পরবর্তী কালে সরকার এই কৃষি আইনগুলি নিয়ে কেন্দ্র আবার অগ্রসর হবে। এরপরেই শুরু হয় বিতর্ক। কৃষক সভার নেতা হান্নান মোল্লা হুঁশিয়ারি দিয়ে বলেন – “সরকার দু-পা এগিয়ে এলে, কৃষকরা চার পা এগিয়ে যাবে।”

তবে আজ কৃষিমন্ত্রী স্পষ্ট বলেছেন – “আমি এই কথা বলিনি। আমার মন্তব্য বিকৃত করা হয়েছে। আমি বলেছিলাম সরকার ভাল আইন করেছে। আমরা কয়েকটি কারণে সেগুলি ফিরিয়ে নিয়েছি। সরকার কৃষকদের কল্যাণে কাজ চালিয়ে যাবে।”

প্রসঙ্গত, কৃষকদের প্রবল চাপে তিন “কৃষি আইন” প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় সরকার। কৃষকদের কাছে লিখিত প্রতিশ্রুতি দিয়ে কৃষকদের প্রায় সব দাবিই মেনে নিয়েছিল কেন্দ্র। এরপর যথারীতি কৃষকরা আন্দোলন স্থল ছেড়ে বাড়ি ফিরে গিয়েছেন। এরইমধ্যে আগামীকাল কৃষিমন্ত্রীর মন্তব্যে বিভ্রান্তির সৃষ্টি হয়।

কৃষি আইন ফের কার্যকর করার কোনও অভিপ্রায় নেই কেন্দ্রের, চাপের মুখে সুর নরম কৃষিমন্ত্রীর
কৃষকদের সঙ্গে ধোঁকা! ভোটের পরে কার্যকর হতে পারে কৃষি আইন! কৃষিমন্ত্রীর মন্তব্যে বাড়ছে জল্পনা
কৃষি আইন ফের কার্যকর করার কোনও অভিপ্রায় নেই কেন্দ্রের, চাপের মুখে সুর নরম কৃষিমন্ত্রীর
Farmers Protest: মৃত কৃষকদের কোনো তথ্য নেই, তাই ক্ষতিপূরণের প্রশ্নই নেই - কৃষিমন্ত্রী

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in