GDP-র উল্লেখযোগ্য বৃদ্ধির দাবি কেন্দ্রের, অথচ আগস্ট মাসেই কর্মহীন হয়েছেন ১৫ লক্ষ মানুষ!

সেন্টার ফর মনিটরিং অফ ইন্ডয়ান ইকনমির মাসিক রিপোর্ট থেকে জানা গিয়েছে - আগস্ট মাসে বেকারত্ব বেড়েছে প্রায় দেড় শতাংশ। কর্মহীন হয়েছেন ১৫ লক্ষ মানুষ।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি সৌজন্য - নিউজক্লিক
Published on

কেন্দ্রীয় সরকারের দাবি দেশের মাথাপিছু আয় অর্থাৎ জিডিপি বেড়েছে। অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। এব্যাপারে প্রথম ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হারের রেকর্ড পরিসংখ্যানকেই কেন্দ্র অস্ত্র করেছে। কিন্তু তা সত্বেও বাড়ছে বেকারত্ব।

আগস্ট মাসে বেকারত্ব বেড়েছে প্রায় দেড় শতাংশ। কর্মহীন হয়েছেন ১৫ লক্ষ মানুষ। সেন্টার ফর মনিটরিং অফ ইন্ডয়ান ইকনমির মাসিক রিপোর্ট থেকে জানা গিয়েছে, জুলাই মাসে বেকারত্বের হার ছিল ৬.৯৫ শতাংশ। আগস্ট মাসে তা বেড়ে হয়েছে ৮.২ শতাংশ।

এদিকে প্রশ্ন উঠছে,গত বছরের মাইনাস ২৪ শতাংশ জিডিপির প্লাস ২০ শতাংশ জিডিপি-তে পৌঁছলে কীভাবে তা রেকর্ড হয়? এরই মধ্যে আগস্ট মাসের কর্মসংস্থানের রিপোর্টও অস্বস্তিতে ফেলেছে সরকারকে।

ছবি প্রতীকী
GDP: বৃদ্ধির হার ২০.১ শতাংশ - যদিও উচ্ছ্বাসের কারণ খুঁজে পাচ্ছেন না অর্থনীতিবিদেরা, কেন?

কর্মহীনতার পরিসংখ্যানে সবার উপরে আছে হরিয়ানা। সেখানকার বেকারত্ব ৩৫ শতাংশ। অসম, ত্রিপুরা, রাজস্থান, ঝাড়খণ্ডেও বেকারত্ব ক্রমশ বাড়ছে। এই রিপোর্ট প্রকাশের পর অর্থনৈতিক মহল মনে করছে, আগস্টে কারখানা ও শিল্পোৎপাদনের হার সেভাবে বাড়েনি।

তাছাড়া জুলাই মাসে জিএসটি সংগ্রহের পরিমাণ ছিল ১ লক্ষ ১৬ হাজার কোটি টাকা। আগস্টে প্রায় সব রাজ্যেই লকডাউন উঠে গেলেও জিএসটি সংগ্রহের পরিমাণ কমে হয়েছে ১ লক্ষ ১২ হাজার কোটি টাকা।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in