কুম্ভমেলা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ, ১৪০টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের বিরুদ্ধে মামলা রজু

People's Reporter: বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ১৪০ টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে। সব মিলিয়ে ১৩টি এফআইআর হয়েছে।
কুম্ভ মেলা
কুম্ভ মেলাছবি - সংগৃহীত
Published on

গত ১৩ জানুয়ারি কুম্ভমেলা শুরুর পর থেকে বারবার প্রশ্ন উঠেছে উত্তরপ্রদেশ সরকারের ব্যবস্থাপনা নিয়ে। সমালোচনার জেরে বিধানসভাতে জবাবদিহি করতে হয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। এই আবহে কুম্ভমেলা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ১৪০ টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের বিরুদ্ধে মামলা রজু করল উত্তরপ্রদেশ সরকার।

উত্তরপ্রদেশ পুলিশের ডিআইজি বৈভব কৃষ্ণ জানান, বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ১৪০ টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে। সব মিলিয়ে ১৩টি এফআইআর হয়েছে। ডিআইজির দাবি, মিথ্যে তথ্য ছড়ানোর চেষ্টা সত্ত্বেও কুম্ভমেলা ব্যাপকভাবে সফল হয়েছে। তবে কী কারণে এই পদক্ষেপ করা হয়েছে তা জানা যায়নি।

১৩ জানুয়ারি শুরু হওয়ার পর থেকে একাধিক বিতর্কে জড়িয়েছে কুম্ভমেলার ব্যবস্থাপনা। মৌনি অমাবস্যার দিন পদপিষ্টের ঘটনা ঘটে। একাধিক বার মেলায় আগুন লেগে যায়। এমনকি কুম্ভের জল স্নানের উপযুক্ত কতটা, তা নিয়েও আলোচনা হয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় পরিবেশ আদালত। যদিও যোগী সরকারের দাবি, সঙ্গমের জল স্নানযোগ্য।

এর আগে ট্রেনে আগুন ধরার দাবি-সহ কিছু ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে ৩৪ টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের বিরুদ্ধে পদক্ষেপ করেছিল পুলিশ। উত্তরপ্রদেশ পুলিশের দাবি, কুম্ভগামী একটি ট্রেনে ১৪ ফেব্রুয়ারি আগুন ধরে যায় বলে সোশ্যাল মিডিয়ার ভুল তথ্য ছড়ানো হয়। পরে পুলিশ তদন্ত করে জানতে পারে ওই ঘটনাটি ২০২২ সালের বাংলাদেশের ঢাকা এবং সিলেট লাইনের একটি ট্রেন।

২৬ ফেব্রুয়ারি শেষ হতে চলেছে কুম্ভমেলা। শিবরাত্রি উপলক্ষ্যে সেদিন ত্রিবেণী সঙ্গমে রয়েছে ‘শাহি স্নান’। ফলে সেদিন সঙ্গমে প্রচুর মানুষের সমাগম হবে। কুম্ভের ব্যবস্থাপনার দিক থেকে সেদিন উত্তরপ্রদেশ প্রশাসনের কাছে আর একটি পরীক্ষার দিন। যদিও যোগী পুলিশের দাবি, শিবরাত্রির প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। যানজট যাতে না হয়, তা নিয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডিআইজির কথায়, “যতই ভিড় হোক না কেন, আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি”।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in