

কৃষক বিরোধী ৩ কৃষি আইন অবিলম্বে প্রত্যাহারের দাবি তুললেন রাজ্যসভার সাংসদ তথা সিপিআই(এম)-নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। বৃহস্পতিবার বাজেট অধিবেশন চলাকালীনই তিনি এই দাবি করেন। এমনকী, ব্যারিকেড দিয়ে, সিমেন্ট ব্লক দিয়ে, কংক্রিটের দেওয়াল তুলে, কাঁটাতার লাগিয়ে কৃষকদের আলোচনার আমন্ত্রণ জানানো হচ্ছে। যা কখনই মেনে নেওয়া যায় না। সরকারের এই পথ আটকানোর চেষ্টা করার সমালোচনা করে তিনি জানিয়েছেন, কোনও গণতান্ত্রিক সরকার এই উপায়ে চলতে পারে না। অবিলম্বে কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে হবে সরকারকে এবং এই তিন কৃষি আইন প্রত্যাহার করতে হবে।
রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইন উদ্ধৃত করে সিপিআই(এম) নেতা বলেন, 'চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির...'। কেন্দ্রের উচিত সকলের ব্যক্তিগত স্বাধীনতাকে সম্মান করা এবং বুদ্ধিজীবীদের আরবান নকশাল বলা ও তাঁদের জেলের ভিতরে ঢোকানো বন্ধ করা হোক। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় বৈচিত্র ও একতার মধ্যে রয়েছে। কিন্তু সরকার তা কখনই মেনে চলছে না। তিনি আরও বলেন, রাষ্ট্রপতি এই বিষয়টি নিয়ে কিছুই বলছেন না। কৃষকদের উপর এই অত্যাচার মুখ চুপ করে দেখে যাওয়া তাঁর উচিত নয়। তিনি বলেন, রাষ্ট্রপতি দেশের প্রধান, কিন্তু তাঁর মন্তব্য এমন হচ্ছে, যা সরকারের ভাষা প্রতিফলিত করছে।
রাষ্ট্রপতি তাঁর বক্তৃতায় জানিয়েছেন, 'আমাদের একক চেতনা, একটি চিন্তা, একটি নিষ্ঠা, একটি অনুপ্রেরণার মাধ্যমেই একত্রিত হতে হবে।'
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন