Delhi: কেজরির জমানায় স্বাস্থ্যক্ষেত্রেও ব্যাপক অনিয়ম দিল্লিতে! রিপোর্টে দাবি সিএজির

People's Reporter: রিপোর্টে জানানো হয়েছে, আপ সরকার পরিচালিত ২৭ টি হাসপাতালের মধ্যে ১৪ টিতে নেই কোনও আইসিইউ, ১৬ টিতে নেই ব্লাডব্যাংক। আটটি হাসপাতালে কোনও অক্সিজেন সরবরাহের ব্যবস্থা নেই।
অরবিন্দ কেজরীওয়াল
অরবিন্দ কেজরীওয়ালফাইল ছবি
Published on

আবগারি দুর্নীতির পর এবার স্বাস্থ্য ক্ষেত্রেও আর্থিক অনিয়মের অভিযোগ উঠলে দিল্লির পূর্বতন আম আদমি সরকারের বিরুদ্ধে। প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, কেজরিওয়ালের আপ সরকারের স্বাস্থ্য ক্ষেত্রে গুরুতর আর্থিক অনিয়মের বিষয়টি উল্লেখিত হয়েছে ‘কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া’ (সিএজি)-র রিপোর্টে।

সদ্য আপ সরকারকে হারিয়ে দিল্লিতে ক্ষমতায় এসেছে বিজেপি। বিধানসভায় গত সপ্তাহে সিএজি রিপোর্ট পেশ করেছে নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের সরকার। সেখানে আবগারি দুর্নীতির অনিয়মের কথা উল্লেখ রয়েছে। এবার স্বাস্থ্য পরিষেবা নিয়ে নতুন রিপোর্ট পেশ করতে চলেছে সিএজি। এমনই খবর সূত্রে।

জানা যাচ্ছে, ওই রিপোর্টে আপ সরকার পরিচালিত মহল্লা ক্লিনিকগুলির দুর্বল পরিকাঠামো এবং আপৎকালীন তহবিলের সদব্যবহারের ব্যর্থতার প্রসঙ্গ রয়েছে। রিপোর্টে জানানো হয়েছে, তৎকালীন দিল্লি সরকার পরিচালিত ২৭ টি হাসপাতালের মধ্যে ১৪ টিতে নেই কোনও আইসিইউ, ১৬ টিতে নেই ব্লাডব্যাংক। আটটি হাসপাতালে কোনও অক্সিজেন সরবরাহের ব্যবস্থা নেই, ১২ টিতে নেই অ্যাম্বুলেন্স পরিষেবা।

সিএজি রিপোর্টে আরও বলা হয়েছে, পূর্বতন দিল্লি সরকার এক দশকে ১৫ টি হাসপাতালে কোনও মর্গ তৈরি কর‍তে পারেনি। দিল্লির স্বাস্থ্য পরিষেবায় ৫০ শতাংশের বেশি চিকিৎসকের অভাব রয়েছে। নার্স এবং স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে এই হার ২১ এবং ৩৮ শতাংশ। এমনকি কোভিডের মতো আপৎকালীন পরিস্থিতিতে তৎকালীন দিল্লি সরকার তহবিলের সদব্যবহারে ব্যর্থ হয়েছে। আপের জমানায় চালু হওয়া মহল্লা ক্লিনিকগুলির অধিকাংশতে শৌচাগার নেই বলেও উল্লেখ করা হয়েছে সিএজি রিপোর্টে। শীঘ্রই বিধানসভায় এই রিপোর্ট পেশ করবে সিএজি।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in