নির্বাচন কমিশন
নির্বাচন কমিশনফাইল ছবি সংগৃহীত

Bye-Election: রাজ্যের ৪ কেন্দ্র সহ ৩ লোকসভা, ৩০ বিধানসভা আসনে উপনির্বাচন ৩০ অক্টোবর, গণনা ২ নভেম্বর

কমিশনের ঘোষণা অনুসারে আগামী ৩০ অক্টোবর এই কেন্দ্রগুলিতে নির্বাচন হবে। ভোট গণনা হবে ২ নভেম্বর। পশ্চিমবঙ্গের চার বিধানসভা কেন্দ্র খড়দহ, শান্তিপুর, দিনহাটা এবং গোসাবাতেও এই সময়েই নির্বাচন হবে।
Published on

দেশের তিন লোকসভা এবং ৩০টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলো নির্বাচন কমিশন। কমিশনের ঘোষণা অনুসারে আগামী ৩০ অক্টোবর এই কেন্দ্রগুলিতে নির্বাচন হবে। ভোট গণনা হবে ২ নভেম্বর। পশ্চিমবঙ্গের চার বিধানসভা কেন্দ্র খড়দহ, শান্তিপুর, দিনহাটা এবং গোসাবাতেও এই সময়েই নির্বাচন হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনের নোটিফিকেশন জারি হবে ১ অক্টোবর (শুক্রবার)। চার কেন্দ্রে মনোনয়ন জমা দেবার শেষ দিন ৮ অক্টোবর (শুক্রবার)। স্ক্রুটিনি ১১ অক্টোবর (সোমবার) এবং মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন ১৩ অক্টোবর (বুধবার)। শুধুমাত্র আসাম, বিহার এবং পশ্চিমবঙ্গের জন্য মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৬ অক্টোবর (শনিবার)।

দাদরা নগর হাভেলী এবং দমন ও দিউ, মধ্যপ্রদেশের খান্ডোয়া এবং হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসন এবং বিভিন্ন রাজ্যের ৩০টি বিধানসভা আসনে এই নির্বাচন হবে।

৩০ বিধানসভা আসনের মধ্যে আছে -

  • অন্ধ্রপ্রদেশের বাদভেল।

  • আসামের গোসাইগাঁও, ভবানীপুর, তমুলপুর, মারিয়ানি এবং থোড়া কেন্দ্র।

  • বিহারের তারাপুর ও কুশেশ্বর আস্থান।

  • হরিয়ানার এলেনাবাদ।

  • হিমাচল প্রদেশের ফতেপুর, আরকি ও জুব্বাল কোথাকি।

  • কর্ণাটকের সিন্দগি এবং হাঙ্গাল।

  • মধ্যপ্রদেশের পৃথ্বীপুর, রায়গাঁও ও জোবাট।

  • মহারাষ্ট্রের দেগলুর।

  • মেঘালয়ের রাজাবালা।

  • মিজোরামের তুইরিয়াল।

  • নাগাল্যান্ডের সামতোড় চেসোড়ে।

  • রাজস্থানের বল্লভনগর ও ধারিওয়াড়।

  • তেলেঙ্গানার হুজুরাবাদ।

  • পশ্চিমবঙ্গের দিনহাটা, শান্তিপুর, খড়দহ ও গোসাবা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in