ছবি প্রতীকী
ছবি প্রতীকীগ্রাফিক্স আকাশ

By Poll Results: কর্ণাটকের ৩ বিধানসভা কেন্দ্রেই জয়ী কংগ্রেস

People's Reporter: ঝাড়খন্ড ও মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের সঙ্গেই দেশের ৪৮টি বিধানসভা কেন্দ্র ও ২টি লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। সমস্ত উপনির্বাচনের ফলাফলের জন্য এই লাইভ ব্লগে লক্ষ্য রাখুন।

হাড়োয়ায় লক্ষাধিক ভোটে জয়ী তৃণমূল

হাড়োয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ১,৩১,৩৮৮ ভোটে জয়ী হলেন তৃণমূলের শেখ রবিউল ইসলাম।

এই কেন্দ্রে আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম পেয়েছেন ২৫,৬৮৪ ভোট।

এই কেন্দ্রে বিজেপি প্রার্থী পেয়েছেন ১৩,৫৭০ ভোট।

কংগ্রেস প্রার্থী হাবিব রেজা চৌধুরী পেয়েছেন ৩,৭৬৫ ভোট।

কর্ণাটকের ৩ বিধানসভা আসনেই জয়ী কংগ্রেস

কর্ণাটকের ৩ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী কংগ্রেস।

শিজ্ঞাও কেন্দ্রে কংগ্রেস প্রার্থী পাথান ইয়াসির জয়ী হয়েছেন ১৩,৪৪৮ ভোটে।

সান্দুর কেন্দ্রে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী ই অন্নপূর্ণা। তাঁর জয়ের ব্যবধান ৯,৬৪৯।

চান্নাপাটনা কেন্দ্রে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী সি পি যোগেশ্বর। তাঁর জয়ের ব্যবধান ২৫,৪১৩।

বিহারের ইমামগঞ্জ কেন্দ্রে জয়ী হ্যাম প্রার্থী দীপিকা কুমারী

বিহারের ইমামগঞ্জ কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হলেন হ্যাম প্রার্থী দীপিকা কুমারী। তিনি আরজেডি প্রার্থী রৌশন কুমারকে ৫,৯৪৫ ভোটে পরাজিত করেন।

এই কেন্দ্রে হ্যাম প্রার্থী পেয়েছেন ৫৩,৪৩৫ ভোট। আরজেডি প্রার্থীর প্রাপ্ত ভোট ৪৭,৪৯০। জন সুরজ পার্টির প্রার্থী জিতেন্দ্র পাসওয়ান পেয়েছেন ৩৭,১০৩ ভোট।

নান্দেদ কেন্দ্রে  ৫ হাজার ভোটে এগিয়ে বিজেপি

নান্দেদ কেন্দ্রে গণনা চলছে
নান্দেদ কেন্দ্রে গণনা চলছেছবি ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে স্ক্রীনশট

মহারাষ্ট্রের নান্দেদ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডঃ সান্তুকরাও মারোত্রাও হামবার্ডে এগিয়ে আছেন ৪,৯৫৯ ভোটে। এখনও পর্যন্ত গণনায় তিনি পেয়েছেন ২,১৯,৮১২ ভোট।

এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী চবন রবীন্দ্র বসন্তরাও পেয়েছেন ২,১৪,৮৫৩ ভোট।

এই কেন্দ্রের বঞ্চিত বহুজন আঘাদি প্রার্থী অবিনাশ বিশ্বনাথ ভোসিকার পেয়েছেন ৩০,৪৮৪ ভোট।

ওয়াইনাড কেন্দ্রে প্রায় ৪ লক্ষ ভোটে এগিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা

কেরালার ওয়াইনাড কেন্দ্রে প্রায় ৪ লাখ ভোটে এগিয়ে আছেন কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। এখনও পর্যন্ত তিনি পেয়েছেন ৫,৫৭,৪৫১ ভোট।

এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে থাকা সিপিআই প্রার্থী সত্যেন মোকেরি পেয়েছেন ১,৮৯,১৩২ ভোট।

এই কেন্দ্রের বিজেপি প্রার্থী নব্যা হরিদাস পেয়েছেন ১,০২,৮৪৯ ভোট।

মাদারিহাট কেন্দ্রে জয়ী তৃণমূল

মাদারিহাট কেন্দ্রে ২৮,১৬৮ ভোটে জয়ী তৃণমূল। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো পেয়েছেন ৭৯,১৮৬ ভোট।

বিজেপি প্রার্থী রাহুল লোহার পেয়েছেন ৫১,০১৮ ভোট।

তৃতীয় স্থানে থাকা নির্দল প্রার্থী বুধিমান লামা পেয়েছেন ৫,০৬১ ভোট।

আরএসপি প্রার্থী পদম ওঁরাও পেয়েছেন ৩,৪১২ ভোট।

সিতাই কেন্দ্রে লক্ষাধিক ভোটে জয়ী তৃণমূল

সিতাই কেন্দ্রে ১,৩০,৬৩৬ ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। তিনি পেয়েছেন ১,৬৫,৯৮৪ ভোট। এই কেন্দ্রে বিজেপি পেয়েছে ৩৫,৩৪৮ ভোট।

কংগ্রেস প্রার্থী হরিহর রায় সিংহ পেয়েছেন ৯,১৭৭ ভোট। ফরওয়ার্ড ব্লক প্রার্থী অরুণ কুমার বর্মা পেয়েছেন ৩,৩১৯ ভোট।

নৈহাটি কেন্দ্রে ৪৯ হাজার ভোটে জয়ী তৃণমূল

নৈহাটি কেন্দ্রে ৪৯,২৭৭ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সনৎ দে। তিনি পেয়েছেন ৭৮,৭৭২ ভোট। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী রূপক মিত্র পেয়েছেন ২৯,৪৯৫ ভোট।

তৃতীয় স্থানে থাকা সিপিআইএমএল প্রার্থী দেবজ্যোতি মজুমদার পেয়েছেন ৭,৫৯৩ ভোট। কংগ্রেস প্রার্থী পরেশ নাথ সরকার পেয়েছেন ৩,৮৮৩ ভোট।

নান্দেড় লোকসভা কেন্দ্রে বিজেপি কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই

মহারাষ্ট্রের নান্দেড় লোকসভা কেন্দ্রে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। কংগ্রেস প্রার্থী চবন রবীন্দ্র বসন্তরাওয়ের থেকে মাত্র ৮৩৯ ভোটে এগিয়ে বিজেপির সন্তুকরাও মারোতরাও হাম্বার্ডে৷

কেরালার ওয়াইনাড কেন্দ্রে দু লাখের বেশি ভোটে এগিয়ে প্রিয়াঙ্কা গান্ধী 

এক নজরে বিহার

এই মুহূর্তে ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী,

তারারি এবং রামগড় আসনে বিজেপি প্রার্থীরা এগিয়ে আছেন।

ইমামগঞ্জ আসনে এগিয়ে হিন্দুস্তানি আওয়াম মোর্চা (সেকুলার)।

বেলাগঞ্জে এগিয়ে রয়েছেন জনতা দল (ইউনাইটেড) প্রার্থী।

গুজরাটের ভাভ কেন্দ্রে এগিয়ে কংগ্রেস

ভাভ কেন্দ্রের গণনা চলছে
ভাভ কেন্দ্রের গণনা চলছে ছবি ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে স্ক্রীনশট

গুজরাটের যে একটি বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছিলে সেই ভাভ কেন্দ্রে ৮ রাউন্ড গণনার শেষে ১২,৬৬৭ ভোটে এগিয়ে কংগ্রেস। নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত সকাল ১১টা ২২ মিনিটের তথ্য অনুসারে এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে আছে বিজেপি প্রার্থী। বাঁশকান্থা জেলার এই আসনে ২০২২ বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল কংগ্রেস প্রার্থী।

রাজস্থানের ৭ আসনের মধ্যে ৪ আসনে এগিয়ে বিজেপি

রাজস্থানে যে ৭ আসনে উপনির্বাচন হয়েছিল তার গণনার প্রাথমিক গতি প্রকৃতি জানা গেছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে,

দৌসা কেন্দ্রে এগিয়ে কংগ্রেস।

চোরাশি কেন্দ্রে এগিয়ে বিএপি প্রার্থী।

সালুম্বের কেন্দ্রে এগিয়ে বিএপি প্রার্থী।

দেওলি উনিয়ারা কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী।

ঝুনুঝুনু কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী।

রামগড় কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী।

খীনস্বর কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী।

মহারাষ্ট্রের নান্দেদ লোকসভা কেন্দ্রে চার হাজার ভোটে এগিয়ে বিজেপি 

নান্দেদ কেন্দ্রে গণনা চলছে
নান্দেদ কেন্দ্রে গণনা চলছে ছবি নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে স্ক্রীনশট

মহারাষ্ট্রের নান্দেদ লোকসভা আসনের উপনির্বাচনে সকাল ১১টা ১০ মিনিটের তথ্য অনুসারে বিজেপি প্রার্থী ডঃ সান্তুকরাও মারোত্রাও হামবার্ডে এগিয়ে রয়েছেন ৪,৬৩১ ভোটে। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে এখনও পর্যন্ত তিনি পেয়েছে ৭২,০৬২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের চবন রবীন্দ্র বসন্তরাও পেয়েছেন ৬৭,৪৩১ ভোট।

কেরালার ওয়াইনাড কেন্দ্রে দেড় লাখের বেশি ভোটে এগিয়ে প্রিয়াঙ্কা গান্ধী 

ওয়াইনাড কেন্দ্রের ফলাফল
ওয়াইনাড কেন্দ্রের ফলাফলছবি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে থেকে স্ক্রিনশট।

ভারতের নির্বাচন কমিশনে প্রকাশিত এই মুহূর্তের গণনার গতিপ্রকৃতি অনুসারে কেরালার ওয়াইনাড কেন্দ্রে দেড় লক্ষের বেশি ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। সকাল ১১.০৩ মিনিটের তথ্য অনুসারে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এগিয়ে আছেন ১,৬৭,৫৩৯ ভোটে।

উত্তরপ্রদেশের মৈনপুরী কেন্দ্রে এগিয়ে সমাজবাদী পার্টি

উত্তরপ্রদেশের মৈনপুরী কেন্দ্রের উপনির্বাচনে এগিয়ে সমাজবাদী পার্টির প্রার্থী তেজ প্রতাপ যাদব। তিনি ভারতীয় জনতা পার্টির অনুজ যাদবের চেয়ে ৯,৫৯১ ভোটে এগিয়ে আছেন।

আসাম - একনজরে 

আসামের ৫ আসনের মধ্যে বেহালিতে এগিয়ে বিজেপি।

বঙ্গাইগাঁও আসনে এগিয়ে অসম গণ পরিষদ।

ঢোলাই আসনে এগিয়ে বিজেপি।

সামাগুড়ি আসনে এগিয়ে বিজেপি।

সিডলি আসনে এগিয়ে ইউপিপিএল।

কর্ণাটকের ৩ আসনেই এগিয়ে বিজেপি জেডিএস

কর্ণাটকে যে ৩ বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছে এই মুহূর্তে সেই ৩ আসনেই এগিয়ে আছে বিজেপি জেডিএস জোট।

চান্নাপাটনা কেন্দ্রে এগিয়ে জেডিএস প্রার্থী।

সান্দুর কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী।

শিজ্ঞাও কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী।

একনজরে বিহার 

বিহারের ৪ আসনের মধ্যে বেলাগঞ্জে এগিয়ে জেডিইউ।

ইমামগঞ্জ আসনে এগিয়ে আরজেডি-র রৌশন কুমার।

রামগড় কেন্দ্রে এগিয়ে বিএসপি-র সতীশ কুমার সিং।

তারারি কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী বিশাল প্রশান্ত।

একনজরে উত্তরপ্রদেশ 

উত্তরপ্রদেশের গাজিয়াবাদ কেন্দ্রে এগিয়ে বিজেপি।

কারহাল কেন্দ্রে এগিয়ে সমাজবাদী পার্টি।

খাইর কেন্দ্রে এগিয়ে বিজেপি।

মীরাপুর কেন্দ্রে এগিয়ে আরএলডি।

ফুলপুর কেন্দ্রে এগিয়ে বিজেপি।

সিসামৌ কেন্দ্রে এগিয়ে সমাজবাদী পার্টি।

পশ্চিমবঙ্গে ৬ কেন্দ্রেই এগিয়ে তৃণমূল 

পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা কেন্দ্রেই এগিয়ে রয়েছে তৃণমূল।

সকাল ১০টার খবর অনুসারে হাড়োয়া কেন্দ্রে ৩৩,৯৪১ ভোটে এগিয়ে তৃণমূল।

সিতাই কেন্দ্রে ৫১ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী।

মেদিনীপুর কেন্দ্রে ১১ হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী।

মাদারিহাটে ৯ হাজার ভোটে এগিয়ে তৃণমূল।

তালডাংরা এবং নৈহাটি কেন্দ্রেও বড়ো ব্যবধানে এগিয়ে তৃণমূল।

মাঝওয়ান কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী

উত্তরপ্রদেশের মাঝওয়ান কেন্দ্রে দ্বিতীয় রাউন্ড গণনার শেষে সমাজবাদী পার্টির প্রার্থী জ্যোতি বিন্দের থেকে ২,৩৩৩ ভোটে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী সুচিস্মিতা মৌর্য।

কানপুরে তৃতীয় রাউন্ড গণনার শেষে এগিয়ে বিজেপি প্রার্থী

উত্তরপ্রদেশের কানপুর কেন্দ্রে তৃতীয় রাউন্ড গণনার শেষে ৫৩৫ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী সুরেশ অবস্থী। এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে আছেন নাসিম সোলাঙ্কি।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in