Bulldozers Roll: জম্মু ও কাশ্মীরে চলছে 'বুলডোজার রাজ', একযোগে সরব বিরোধীরা

মেহবুবা মুফতি বলেন, ‘আমরা আগে মনে করতাম যে, প্যালেস্তাইনে ইজরায়েল যা করছে বিজেপিও তাই করতে চায়। কিন্তু এখন দেখছি, তারা প্যালেস্তাইনের থেকেও খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে।
জম্মু ও কাশ্মীরে বুলডোজার বিরোধী বিক্ষোভ
জম্মু ও কাশ্মীরে বুলডোজার বিরোধী বিক্ষোভ ছবি মেহবুবা মুফতির ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

অবৈধ উচ্ছেদের নামে জম্মু ও কাশ্মীরে চলছে বুলডোজার। মোট ২০ টি জেলায় প্রশাসনের এই পদক্ষেপেও বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিরোধী দলগুলি। তাদের দাবি, মূলত গরিব মানুষ ও বিরোধীদের নিশানা করা হয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে যে জমিতে চাষবাস ও বসবাস করছে সাধারণ মানুষ, তাকে অবৈধ বলে বুলডোজার চালাচ্ছে প্রশাসন। এ নিয়ে বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভও হয়েছে বলে জানা যাচ্ছে।

জম্মু ও কাশ্মীরে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি অভিযোগ করেন, ‘জম্মু ও কাশ্মীরকে আফগানিস্তানে পরিণত করছে কেন্দ্রের সরকার।’ তিনি জানান, ‘যে ধ্বংস অভিযান চলছে, তার ফলে ‘প্যালেস্তাইনের চেয়েও খারাপ’-এর দিকে যাচ্ছে কাশ্মীরের পরিস্থিতি।’

মেহবুবা মুফতি বলেন, ‘আমরা আগে মনে করতাম যে, প্যালেস্তাইনে ইজরায়েল যা করছে বিজেপিও তাই করতে চায়। কিন্তু এখন দেখছি, তারা প্যালেস্তাইনের থেকেও খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। তারা জম্মু ও কাশ্মীরকে আফগানিস্তানের মতো করতে চাইছে।’

জম্মু ও কাশ্মীরে আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও ‘বুলডোজার রাজ’ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ অভিযোগ করেন, ‘১৯৫০ সালে, ভূমি সংস্কারের মাধ্যমে জম্মু ও কাশ্মীর ভূমিহীন কৃষকদের জমির মালিকানা দিয়েছিলেন শেখ আবদুল্লাহ, তা কেড়ে নিতে চাইছে কেন্দ্র।’

প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘যথাযথ প্রক্রিয়া অনুসরণ করছে না প্রশাসন। নোটিশ না দিয়ে, সরাসরি বুলডোজার পাঠাচ্ছে তারা।’ তিনি বলেন, ‘যদি কেউ কোনো সম্পত্তি দখল করে থাকে, তাদের নোটিশ জারি করুন, তাদের জবাব দেওয়ার জন্য সময় দিন এবং তারপরে ব্যবস্থা গ্রহণ করুন।’

শুধু তাই নয়, কেন্দ্রের বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ এনেছেন পিপলস কনফারেন্সের সভাপতি সাজ্জাদ লোন। তিনি বলেন, ‘বুলডোজার দিয়ে যাদের নিশানা করা হয়েছে, তাঁদের ৯০% এরও বেশি মানুষ হলেন মুসলিম।’    

মোদীকে লক্ষ্য করে তিনি বলেন, ‘আমি আমার প্রধানমন্ত্রীর কাছে বলছি। আমার একটি ভুল ধারণা ছিল যে, আপনি সবার প্রধানমন্ত্রী। অনুগ্রহ করে এখন আমাকে বলুন কে আমাদের প্রধানমন্ত্রী। আপনি যাদের বুলডোজ করছেন, সেই গরিব মানুষদের প্রধানমন্ত্রী কে?’

জানা যাচ্ছে, ২০০৭ সালে জম্মু ও কাশ্মীর বিধানসভায় পাস হওয়া ‘রোশনি আইন’ (Roshni Act, 2001)-এ জমির দখলকারীদের, জমির মালিকানার অধিকার দিয়েছিল (তৎকালীন) রাজ্য সরকার। চাষবাসের জন্য বিনামূল্যে কৃষকদের জমি দেওয়া হয়েছিল। আর, অকৃষি জমি নামমাত্র মূল্যে দেওয়া হয়েছিল। কিন্তু, ৩৭০ ধারা বাতিলের পর, ‘কেন্দ্রের নির্দেশে’ এই অধিকারকে বালিত বলে ঘোষণা করেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল। পরে, ২০২০ সালে, রোশনি স্কিমটিকে অবৈধ হিসাবে ঘোষণা করে J&K হাইকোর্ট।

জম্মু ও কাশ্মীরে বুলডোজার বিরোধী বিক্ষোভ
UP: এইভাবে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা 'বেআইনি' - মন্তব্য এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতির
জম্মু ও কাশ্মীরে বুলডোজার বিরোধী বিক্ষোভ
UP: যোগী সরকারের বুলডোজার-নীতির তীব্র সমালোচনা সুপ্রিম কোর্টের, পাঠানো হলো নোটিশ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in