বাজেট ২০২১: দাম কমলো ও বাড়লো

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণফাইল ছবি সংগৃহীত
Published on

করোনা ভাইরাস মহামারিকে চ্যালেঞ্জ জানিয়ে সোমবার পেশ হয়েছে কেন্দ্রীয় বাজেট।তাই এবারের বাজেট একটু হলেও বিশেষ। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ ও বিশেষ কিছু মানুষের নজর ছিল এই বাজেটের দিকে। জানুয়ারি মাসেই অর্থমন্ত্রী সীতারমণ জানিয়েছিলেন, এই অর্থবর্ষের বাজেট শুরু হবে এপ্রিল মাস থেকে। যা আগে কখনও হয়নি। এমনকী, স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম পেপারলেস বাজেট পেশ করা হয়েছে এবার।

অন্যান্যবারের মতো সোমবার ২০২১-২২-এর কেন্দ্রীয় বাজেটে দাম বেড়েছে ও দাম কমেছে বেশ কিছু দ্রব্যের।

দাম কমেছে:

ন‌্যাপথা, নাইলন, লোহা ও স্টিল গলানোর স্ক্র্যাপ, তামা, প্ল্যাটিনাম, প্যালাডিয়াম, মূল্যবান ধাতবের আকরিক, পশুখাদ্য প্রভৃতির।

দাম বেড়েছে:

তুলো, সিল্ক, ইথাইল অ্যালকোহল, চিংড়ির খাবার, মাছের খাবার, ময়দা, কেক, কালি, বিসফেনল, প্লাস্টিক, পলিকার্বনেট, চামড়া, পাথর, টানেল বোরিং মেশিন, ছোটো যন্ত্রাংশ, মোবাইল ফোন, মোবাইল ফোনের পার্টস, ক্যামেরা মডিউল, প্রিন্টেড সার্কিট বোর্ড, চার্জার, ফ্রিজ, এসি, বিদ্যুতের তার, এলইডি লাইট, ল্যাম্প, সোলার ইনভার্টার প্রভৃতির।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in