এক নজরে - বাজেট ২০২১-২২

এক নজরে - বাজেট ২০২১-২২
ছবি সৌজন্যে - পি আই বি
Published on

২০২০-২১ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটের হাইলাইটস:

পরিবেশ

• বায়ু দূষণ মোকাবিলয় ৪২টি নগর কেন্দ্রের জন্য ২,২১৭ কোটি টাকা বরাদ্দ

• পুরনো যানবাহনগুলিকে বাতিল করার জন্য নতুন স্ক্র্যাপিং নীতি

মেক ইন ইন্ডিয়া

• উন্নতমানের জামাকাপড় তৈরিতে বড় ৩ বছরের মধ্যে ৭টি বড় টেক্সটাইল পার্ক তৈরি করা হবে

অর্থনীতি

• ২০২০-২১ অর্থবর্ষে রাজস্বে ঘাটতি হয়েছে জিডিপির ৯.৫ শতাংশ

• আগামী অর্থবর্ষে আর্থিক ঘাটতি জিডিপির ৬.৮ শতাংশ করার পরিকল্পনা

• আগামী বছরের জন্য বাজার থেকে মোট ঋণ ১২ লক্ষ কোটি টাকা

রেলপথ

• রেলের জন্য ১.১০ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, এর মধ্যে ১.০৭ লক্ষ কোটি টাকা মূলধন খাতে

• সংঘর্ষ এড়াতে দেশীয়ভাবে ট্রেন সুরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে

পরিকাঠামো

• জাতীয় সড়কের জন্য ১.১৮ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, এর মধ্যে মূলধন খাতে ১.০৮ লক্ষ কোটি টাকা

• মুম্বাই-কন্যাকুমারী, খড়গপুর-বিজয়ওয়াড়া করিডর নির্মাণ করা হবে

• ৬৭৫ কিলোমিটার সড়ক তৈরির লক্ষ্য বাংলায়, কলকাতা-শিলিগুড়ি রাস্তা সংস্কার

• জাতীয় সড়ক নির্মাণের কাজ বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে

স্বাস্থ্য সেবা

• কোভিড প্রতিষেধকের জন্য ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ

• প্রধানমন্ত্রী আত্মনির্ভর স্বাস্থ্য ভারত যোজনা প্রকল্পে আগামী পাঁচ বছরের জন্য ৬৪,১৮০ কোটি টাকা বরাদ্দ

• ২০টি বড় শহরে স্বাস্থ্য প্রতিষ্ঠান গড়ে তোলা হবে

কৃষিক্ষেত্র

• ২০২২ সালের মধ্যে ১৬.৫ লক্ষ কোটি টাকার কৃষি ঋণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে

• তুলো, ডাল, গম জাতীয় শস্যে বাড়ানো হয়েছে এমএসপি

• গ্রামীণ পরিকাঠামো তহবিলে বরাদ্দ ৪০ হাজার কোটি টাকা

ব্যাঙ্কিং

• আর্থিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের জন্য ২০ হাজার কোটি টাকা

• বিমা সংস্থায় বিদেশি বিনিয়োগ ৪৯ শতাংশ থেকে বাড়িয়ে ৭৪ শতাংশ করা হয়েছে

আয়কর

• ৭৫ বা তার বেশি বয়স হলে আয়করে সম্পূর্ণ ছাড়

• ৭৫ বা তার বেশি বয়সি যাঁরা পেনশন পান ও ব্যাঙ্কের সুদের ওপর নির্ভর করেন, তাঁদের আইটি রিটার্ন করতে হবে না। শেয়ার ডিভিডেন্ড থেকে কাটা যাবে না টিভিএস।

মার্কেট

• এলআইসির শেয়ার খোলা বাজারেও কেনা যাবে।

• বিমা রাশি ১ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ করা হয়েছে

• সেবি আইন ও বিমা আইনে পরিবর্তন করা হবে

• অলাভজনক প্রতিষ্ঠান বিক্রির পরিকল্পনা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in