

"গণতন্ত্রকে আক্রমণ করে গণতন্ত্রের রক্ষক হিসেবে নিজেকে দাবি করবেন, এটা গ্রহণযোগ্য হতে পারে না।" বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকের পরের দিনই তৃণমূলকে এই ভাষাতেই আক্রমণ করলেন সিপিআইএম নেত্রী বৃন্দা কারাত।
পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের সময় রাজ্যজুড়ে ব্যাপক সন্ত্রাস চালিয়েছে শাসকদল তৃণমূল, অভিযোগ সিপিআইএম নেত্রী বৃন্দা কারাতের। তিনি পরিষ্কার জানিয়েছেন, রাজ্যস্তরের নেতৃত্বের সাথে আলোচনার পরেই রাজ্যে বিরোধী জোটের ভবিষ্যৎ ঠিক করা হবে।
আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষ্যে গত ১৭ এবং ১৮ তারিখ বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী ২৬ টি দলের যে বৈঠক হয়েছে, সেখানে তৃণমূল এবং সিপিআইএম দুই দলই উপস্থিত ছিল। ২৬টি দলের সম্মতিতে এই মহাজোটের নাম দেওয়া হয়েছে I-N-D-I-A। কিন্তু এই জোট নিয়ে অসন্তোষ দেখা দিয়ছে বাংলার সিপিআইএম কর্মীদের মধ্যে।
রাজ্যে সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে তাদের উপর ব্যাপক সন্ত্রাস চালিয়েছে শাসকদল তৃণমূল, এমনটাই অভিযোগ তাদের। এই পরিস্থিতিতে রাজ্যে তৃণমূলের সাথে কোনোরকম সমঝোতা হবে কিনা, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাজ্য নেতৃত্বের উপরেই ছাড়া হবে বলে জানিয়েছেন সিপিআইএম পলিট ব্যুরো মেম্বার বৃন্দা কারাত।
এক সাংবাদিক সম্মেলনে সিনিয়র সিপিআইএম নেত্রী জানিয়েছেন, "বাংলায় পঞ্চায়েত নির্বাচনের সময় তৃণমূলের একনায়কত্ব রূপ প্রকাশ পেয়েছিল, ৬০ জনের মৃত্যু হয়েছিল। সব রাজ্যের আলাদা আলাদা রাজনৈতিক সমীকরণ আছে। পশ্চিমবঙ্গেরও আছে। পশ্চিমবঙ্গের সংবিধান ও গণতন্ত্র বাঁচানোর লড়াই বাংলার পরিস্থিতি দেখেই তৈরি হবে। রাজ্যে আমাদের দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করেই জোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
পাশপাশি তিনি জানিয়েছেন, বিরোধী দলগুলির জনগণকে আস্থা দেওয়া উচিত যে তারা বিজেপি এবং আরএসএসের আক্রমণ থেকে দেশ এবং সংবিধানকে বাঁচাতে একত্রিত হয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন