

তাজমহলে বোমাতঙ্ক। আর বৃহস্পতিবার সেই বোমাতঙ্কের পর তড়িঘড়ি দর্শকদের ওই স্থল থেকে বের করে দেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষার পর বেলা ১১.১৫ নাগাদ ফের দর্শকদের ঢুকতে দেওয়া হচ্ছে। আগ্রা জোন-এর এডিজি রাজীব কৃষ্ণা জানিয়েছেন ঘটনাস্থল থেকে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।
আগ্রা পুলিশ সূত্রে জানা গেছে, এদিন তাজমহলের কন্ট্রোল রুম সূত্রে সৌধে বোমা রাখার খবর আসে। এরপরেই সমস্ত দর্শকদের দ্রুত তাজমহল থেকে বের করে দেওয়া হয়। নিরাপত্তারক্ষীরা তল্লাশি শুরু করে। এসে পৌঁছায় বোম্ব ডিসপোজাল স্কোয়াড। যদিও তন্ন তন্ন করে খোঁজার পরেও কোনো বোমা বা বিস্ফোরক ওই অঞ্চল থেকে পাওয়া যায়নি।
জানা গেছে, এদিন সকালেই এক উড়ো ফোনে তাজমহলে বোমা রাখার খবর আসে। বলা হয়, যে কোনো সময় বোমাটি ফাটবে। এরপরেই সৌধের পশ্চিম ও পূর্ব গেট বন্ধ করে দেওয়া হয়।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন