

২০১৯-২০ অর্থবর্ষে বিজেপির আয় বেড়েছে ৫০ শতাংশ। সম্প্রতি এডিআর-এর একটি রিপোর্টে এই তথ্য প্রকাশ করা হয়েছে। কেন্দ্রের শাসকদলের এই বিপুল আয় বৃদ্ধি নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। জনগণকে আয় কত বেড়েছে তা নিয়ে প্রশ্ন করেছেন তিনি।
এডিআর-এর রিপোর্ট নিয়ে করা একটি মিডিয়ার প্রতিবেদনের স্ক্রিনশট নিজের ট্যুইটারে পোস্ট করে রাহুল গান্ধী প্রশ্ন করেন, "বিজেপির আয় ৫০ শতাংশ বেড়েছে। আপনার কত বাড়লো?"
সম্প্রতি প্রকাশিত অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক (এডিআর)-এর একটি রিপোর্টে বলা হয়েছে, ২০১৯-২০ অর্থবর্ষে বিজেপির আয় বেড়েছে ৫০.৩৪ শতাংশ, যার সিংহভাগই এসেছে ইলেক্টোরাল বন্ড থেকে। রিপোর্ট অনুযায়ী, ২০১৮-১৯ সালে বিজেপির আয় ছিল ২,৪১০.০৮ কোটি টাকা। ২০১৯-২০ সালে তা বেড়ে হয়েছে ৩,৬২৩.২৮ কোটি টাকা।
অপরদিকে কংগ্রেসের আয় কমেছে ২৫.৬৯ শতাংশ। ২০১৮-১৯ সালে কংগ্রেসের আয় ছিল ৯১৮ কোটি টাকা। ২০১৯-২০ সালে তা কমে হয়েছে ৬৮২.২১ কোটি টাকা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন