Bihar: বিহার বিধানসভা ভোটের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির! তালিকায় দুই উপমুখ্যমন্ত্রী

People's Reporter: তবে সবচেয়ে চর্চিত বিষয় হল, এবারের বিজেপির প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছে বিধানসভা স্পিকার নন্দ কিশোর যাদবের নাম।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - সংগৃহীত
Published on

বিহার বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। প্রথম দফায় মোট ৭১টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে দল। এদের মধ্যে রয়েছেন দুই উপমুখ্যমন্ত্রী - সম্রাট চৌধুরী ও বিজয় কুমার সিনহা। সম্রাট চৌধুরী লড়বেন তারাপুর কেন্দ্র থেকে, আর বিজয় কুমার সিংহের আসন লক্ষীসারাই।

অন্যদিকে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা একসময় আরজেডি প্রতিষ্ঠাতা লালু প্রসাদ যাদবের বিশ্বস্ত সহযোগী রামকৃপাল যাদব এবার লড়ছেন দানাপুর কেন্দ্র থেকে।

তবে সবচেয়ে চর্চিত বিষয় হল, এবারের বিজেপির প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছে বিধানসভা স্পিকার নন্দ কিশোর যাদবের নাম। তিনি ২০১০ সাল থেকে পাটনা সাহিব কেন্দ্রের বিধায়ক ছিলেন। এবার সেই আসনে প্রার্থী করা হয়েছে রত্নেশ কুশওয়াহাকে।

এ ছাড়া বিজেপির প্রবীণ নেতা ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তারকিশোর প্রসাদ লড়বেন কাটিহার থেকে। স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিওয়ান কেন্দ্র থেকে এবং সড়ক নির্মাণমন্ত্রী নীতিন নবীন লড়বেন বাঁকিপুর থেকে। গতবার জামুই আসন থেকে জয়ী হওয়া কমনওয়েলথ গেমসের স্বর্ণপদকজয়ী শুটার শ্রেয়সী সিংকেও আবারও ওই আসনেই প্রার্থী করা হয়েছে।

তারাপুর কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী করেছে উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে। ২০১০ সাল থেকে ওই কেন্দ্রটি জেডিইউয়ের শক্তঘাঁটি হিসেবে পরিচিত। এর আগে সম্রাট চৌধুরীর বাআব শকুনি চৌধুরী ছিল ওই কেন্দ্রের বিধায়ক।

গত রবিবার এনডিএ-র আসন বণ্টনের ঘোষণা হয়। জোটের মধ্যে বিজেপি ও জেডিইউ প্রতিদ্বন্দ্বিতা করবে ১০১টি করে আসনে। এলজেপি (রামবিলাস) পেয়েছে ২৯টি আসন, আর রাষ্ট্রীয় লোক মোর্চা ও হিন্দুস্তানি আওয়াম মোর্চা পেয়েছে ছ’টি করে আসন।

অন্যদিকে, বিরোধী মহাগঠবন্ধন আরজেডি, কংগ্রেস, বাম দলগুলি এবং মুখেশ সাহানির বিকাশশীল ইনসান পার্টি। পাশাপাশি, ভোট কৌশলবিদ প্রশান্ত কিশোরও এ বার নিজের সংগঠন ‘জন সুরাজ পার্টি’ নিয়ে নির্বাচনী ময়দানে নামছেন।

দুই দফায় অনুষ্ঠিত হবে বিহার বিধানসভা নির্বাচন। প্রথম দফা ভোট ৬ নভেম্বর, দ্বিতীয় দফা ১১ নভেম্বর। ভোটগণনা হবে ১৪ নভেম্বর।

প্রতীকী ছবি
Bihar: নির্বাচনী টিকিট না পাওয়ার প্রতিবাদে নীতিশ কুমারের বাড়ির সামনে বিক্ষোভ জেডিইউ নেতাদের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in