

গুজরাত বিজেপির অন্দরমহলেও অন্তর্দ্বন্দ্বের আভাস। দলের দুই ঊর্ধ্বতন মহিলা বিজেপি নেত্রীর সঙ্গে একেবারে প্রকাশ্য বাকযুদ্ধে জড়ালেন জামনগরের বিজেপি বিধায়ক রিভাবা জাদেজা।
অপ্রীতিকর ভাষায় জামনগরের মেয়র বিনাবেন কোঠারি ও দুইবারের লোকসভা সাংসদ পুনমবেন মাদামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছুঁড়ে দিলেন ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী। গোটা ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিজেপির ‘মেরা দেশ মেরি মিট্টি’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রিভাবা জাদেজা, বিনাবেন ও পুনমবেন। সেই অনুষ্ঠান চলাকালীনই একেবারে প্রকাশ্যে দুই দলীয় নেত্রীর বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় যাবতীয় ক্ষোভ উগড়ে দেন রিভাবা। এরপরেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিন বিজেপি নেত্রী। গোটা ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সাংসদ পুনমবেন যদিও ঘটনাস্থলেই রিভাবাকে শান্ত করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে রাজ্য বিজেপির প্রধান সি.আর পাতিল বলেন, এই নিয়ে আরও তথ্য জোগাড় করে বিষয়টি খতিয়ে দেখবে দল। অন্যদিকে, এই নিয়ে শহরের মেয়র বিনাবেন কোঠারি জানিয়েছেন, “এটা আমাদের দলের অভ্যন্তরীণ বিষয় এবং পরবর্তীতেও এই নিয়ে কোনোরকম মন্তব্য করতে চাই না।”
প্রসঙ্গত, ২০১৯ সালে বিজেপিতে যোগ দিয়েছেন রিভাবা। কয়েকমাস আগেই গুজরাতের বিধানসভা নির্বাচনে জামনগর কেন্দ্র থেকে জয় লাভ করে বিধায়ক হন তিনি। অন্যদিকে, পুনমবেন মাদাম ২০১৪ সাল থেকে পরপর দু'বার লোকসভায় বিজেপির হয়ে প্রতিনিধিত্ব করেছেন। আবার, বিনাবেনও স্থানীয় বিজেপির একজন প্রভাবশালী নেত্রী।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন