
বিজেপি নেতার পুত্রের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে উত্তরপ্রদেশে। ঘটনার পর থেকে পলাতক ওই বিজেপি নেতা এবং তাঁর পুত্র। অভিযুক্তের গ্রেফতারির দাবিতে শুক্রবার দিনভর বিক্ষোভ দেখান মৃতের পরিবার। পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বস্তি এলাকায়। মৃতের নাম রামলাল গুপ্তা, পেশায় তিনি রাঁধুনি ছিলেন। মৃতের স্ত্রী জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে কাজ সেরে বাড়ি ফিরে হাঁটতে বেরিয়েছিলেন। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকার সময় আচমকা একটি বিএমডব্লিউ এসে ধাক্কা মারে। ঘটনার পর গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতের স্ত্রী অভিযোগ তুলেছেন, যে বিএমডব্লিউ গাড়ির ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়েছে সেই গাড়ির মালিক আজমাতুল্লা। তিনি স্থানীয় বিজেপি নেতা হামিদুল্লার পুত্র। ঘটনার সময় হামিদুল্লাও ওই গাড়িতে ছিলেন বলে অভিযোগ তুলেছেন মৃতার স্ত্রী। গাড়িটি বিজেপি নেতা চালাচ্ছিলেন বলেও দাবি করেছেন তিনি। ইচ্ছা করেই তাঁকে ধাক্কা মারা হয়েছে বলে অভিযোগ।
মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে, ঘটনার পর থেকে পলাতক ওই বিজেপি নেতা এবং তাঁর ছেলে। তদন্ত চলছে। পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের গ্রেফতারির আশ্বাস দেওয়া হয়েছে। যদিও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন নিহতের স্ত্রী। তিনি আরও জানিয়েছেন, পরিবারে তাঁর স্বামীই ছিলেন একমাত্র রোজগারে সদস্য। তাঁর চার সন্তান। এখন কীভাবে সংসার চলবে, সেই নিয়ে চিন্তিত তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন