Haryana: 'বিজেপি দুর্বল হয়ে গেছে...' - নির্বাচনের দিনই গেরুয়া শিবিরকে খোঁচা কুমারী সেলজার

People's Reporter: হরিয়ানা বিধানসভার ৯০টি আসনে মোট ১০৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০,৬৩২টি বুথে ভোটগ্রহণ হচ্ছে।
কুমারী সেলজা
কুমারী সেলজাছবি - সংগৃহীত
Published on

চলছে হরিয়ানা বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। আর ভোটের দিন বিজেপিকে দুর্বল বলে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ কুমারী সেলজা। পাশাপাশি তাঁকে বিজেপির তরফ থেকে স্বাগত জানানো হতে পারে বলেও দাবি করেন ওই দলিত নেত্রী।

শনিবার হরিয়ানার ৯০টি আসনে ভোটগ্রহণ চলছে। হিসারের একটি বুথে ভোটদানের পর সাংবাদিকদের মুখোমুখি হন কংগ্রেস নেত্রী কুমারী সেলজা। সেখানেই তিনি বলেন, 'আজকের লড়াই হরিয়ানার ভাগ্য বদলে দেবে। যদিও এটি একতরফা লড়াই। আমাকে দলে স্বাগত জানানোর জন্য বিজেপি প্রস্তুত হয়ে রয়েছে। কারণ তাঁরা খুব দুর্বল হয়ে গেছে। তাই দলের মধ্যে শক্তিশালী নেতা রাখার জন্য অনেক কিছুই করতে পারে বিজেপি। আমরা ৯০টি আসনেই জয়লাভ করব'।

প্রসঙ্গত, নির্বাচনের আগে কুমারী সেলজার বিজেপিতে যাওয়ার জল্পনা তুঙ্গে উঠেছিল। বেশ কয়েকদিন কংগ্রেসের প্রচারেও ছিলেন না তিনি। যদিও পরে নিজেই সেই 'গুজব' উড়িয়ে দেন সেলজা। তিনি জানিয়েছিলেন, "কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্টর এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি গুজব ছড়াচ্ছিলেন। আমার রক্তে কংগ্রেস রয়েছে। আমার বাবা তেরঙা পতাকা মুড়ে মারা যান। আমিও একই ভাবে পৃথিবীকে বিদায় জানাতে চাই। আসলে দলের মধ্যে অনেক কিছুই আলোচনা হয় যা সবসময় প্রকাশ্যে বলা যায় না"।

উল্লেখ্য, হরিয়ানা বিধানসভার ৯০টি আসনে মোট ১০৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০,৬৩২টি বুথে ভোটগ্রহণ হচ্ছে। বেলা ১২টা পর্যন্ত হরিয়ানায় ২৯.৭% ভোট পড়েছে। যার মধ্যে যমুনানগরে সব থেকে বেশি ভোট পড়েছে। ৩৭.২ শতাংশ। ২৩.১% ভোট পড়েছে ফরিদাবাদে। যা সবথেকে কম।

কুমারী সেলজা
Haryana: হরিয়ানা বিধানসভা ভোটে ৫২ শতাংশ প্রার্থীই কোটিপতি, তালিকার শীর্ষে বিজেপি
কুমারী সেলজা
Haryana: ঘন্টাখানেকেই দলবদল! বিজেপির হয়ে প্রচার করেই রাহুল গান্ধীর 'হাত' ধরলেন প্রাক্তন সাংসদ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in