Tamil Nadu: একক ক্ষমতায় তামিলনাড়ুতে একটি আসনও জিততে পারবে না বিজেপি - স্ট্যালিন

‘বিজেপি অতীতে এবং গত রাজ্য নির্বাচনে আঞ্চলিক মিত্রদের 'পিঠে চড়ে' বিধানসভা আসন জিতেছে। বিজেপি একক ক্ষমতায় একটি আসনও জিততে পারবে না।’
এম কে স্ট্যালিন
এম কে স্ট্যালিনফাইল চিত্র

রাজ্য সরকারের অধিকারের উপর হস্তক্ষেপ করছে কেন্দ্রের বিজেপি সরকার। এমনকি, যৌথ তালিকাভুক্ত বিষয়কে একেবারে নিজেদের বলে মনে করছে কেন্দ্র। সম্প্রতি, এক সাক্ষাৎকারে এই অভিযোগ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন (M K Stalin)।

অভিযোগের সুরে তিনি জানিয়েছেন, সাংবিধানিক মূল্যবোধের বিপরীতে গিয়ে অনেক কাজ করছে কেন্দ্র। যেমন, অ-বিজেপি শাসিত রাজ্যে সেখানকার রাজ্যপালদের মাধ্যমে একটি 'সমান্তরাল সরকার' চালানোর চেষ্টা চালাচ্ছে বিজেপি।

সংবাদ সংস্থা পিটিআই (PTI)-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'জনগণের দ্বারা নির্বাচিত সরকারগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য একজন গভর্নর যে আচরণ করেন, তা আমাদের সংবিধানকে উপহাসের সমান।'

স্ট্যালিন বলেন, এটি কেবল ডিএমকে (DMK) নয়, কেরালায় সিপিআই(এম), তেলঙ্গানায় বিআরএস (BRS), পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস (TMC) এবং দিল্লিতে আম আদমি পার্টি (AAP)-সহ অনেক দলই এই প্রবণতার বিরুদ্ধে তাদের আওয়াজ তুলেছে।

দ্রাবিড় মুনেত্র কাজঘাম (DMK) প্রধান বলেন - 'রাজনৈতিক খেলায় গভর্নরদের জড়িত থাকার বিষয়টি কখনই গণতান্ত্রিক এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য শুভ লক্ষণ নয়। এই ঘটনার অবশ্যই সংশোধন প্রয়োজন।'

সম্রতি গুজরাট বিধানসভা নির্বাচনে ব্যাপক জয় পেয়েছে বিজেপি। এ বিষয়ে মন্তব্য করতে চাওয়া হলে স্ট্যালিন বলেন, 'কোনও একটি রাজ্য নির্বাচনের ফলাফলের উপর ভিত্তি করে সমগ্র দেশের মেজাজ পরিমাপ করা উচিত নয় এবং এটি করা যায় না।' তিনি বলেন, ' রাজনৈতিক আঙিনায় রাজ্যের নির্বাচন এবং জাতীয় নির্বাচনের ক্ষেত্র পুরোপুরি আলাদা।'

তিনি বলেন, 'রাজ্য বিধানসভা এবং জাতীয় নির্বাচনের ফলাফল এক নাও হতে পারে, তেমন প্রচুর উদাহরণ রয়েছে। যেমন- গুজরাটে ভারতীয় জনতা পার্টির কাছে হেরে গেলেও হিমাচল প্রদেশে জিতেছে কংগ্রেস। আবার, দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে বিজেপি পরাজিত হয়েছে। ফলে, সহজেই বোঝা যাচ্ছে সারাদেশে বিজেপির সমর্থনে অনেক তারতম্য আছে।'

বিভিন্ন রাজ্যে বিজেপির অবস্থান প্রসঙ্গে স্ট্যালিন জানান, 'প্রতিটি রাজ্য ভেদে বিজেপির মিত্র শক্তির মধ্যে অনেক ভ্যারিয়েশন বা 'প্রকরণ' রয়েছে। বিশেষভাবে, তামিলনাড়ু সম্পর্কে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি অতীতে এবং গত রাজ্য নির্বাচনে আঞ্চলিক মিত্রদের 'পিঠে চড়ে' বিধানসভা আসন জিতেছে। বিজেপি একক ক্ষমতায় একটি আসনও জিততে পারবে না।'

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in