
ভোটার টার্ন আউট অ্যাপ-এর তথ্য অনুসারে বিকেল ৫টা পর্যন্ত বিহারে ভোট পড়েছে ৬০.১৩%। সবথেকে বেশি ভোট পড়েছে বেগুসুরাই জেলায়। ৬৭.৩২%।
বিহারে প্রথম দফায় ১৮ জেলায় ভোটগ্রহণ চলছে। নির্বাচন কমিশনের ভোটার টার্ন আউট অ্যাপের হিসেব অনুসারে বিকেল ৩টে পর্যন্ত (আনুমানিক)
বেগুসুরাই জেলায় ভোট পড়েছে ৫৯.৮২%,
ভোজপুরে ৫০.০৭%,
বক্সারে ৫১.৬৯%,
দ্বারভাঙাতে ৫১.৭৫%,
গোপালগঞ্জে ৫৮.১৭%,
খাগাড়িয়াতে ৫৪.৭৭%,
লক্ষ্মীসরাইতে ৫৭.৩৯%,
মাধেপুরাতে ৫৫.৯৬%,
মুঙ্গেরে ৫২.১৭%,
মুজফফরপুরে ৫৮.৪০%,
নালন্দাতে ৫২.৩২%,
পাটনায় ৪৮.৬৯%,
সহর্ষতে ৫৫.২২%,
সমস্তিপুরে ৫৬.৩৫%,
সারণে ৫৪.৬০%,
শেখপুরাতে ৪৯.৩৭%,
সিওয়ানে ৫০.৯৩% এবং
বৈশালীতে ৫৩.৬৩%।
লক্ষীসরাইতে উপ মুখ্যমন্ত্রী বিজয় সিনহার কনভয়ে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। স্থানীয় মানুষজন তাঁর গাড়িতে গোবর ছুঁড়ে মারে। বিজয় সিনহার অভিযোগ, আরজেডির সমর্থকরা এই ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, "এসপি একজন কাপুরুষ, এবার এখানে বুলডোজার দিয়ে অভিযান চালানো হবে।"
বিহারে প্রথম দফার ভোটগ্রহণে বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৫৩.৭৭ শতাংশ। বৃহস্পতিবার ১৮ জেলার ১২১ আসনে ভোটগ্রহণ চলছে।
নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত বিহারে সার্বিকভাবে ভোট দানের হার ৪২.৩১ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে গোপালগঞ্জে (৪৬.৭৩ শতাংশ)।
নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, বেলা ১১টা পর্যন্ত বিহারে সার্বিকভাবে ভোট দানের হার ২৭.৬৫ শতাংশ। ২০২০ সালে এই সময় পর্যন্ত ১৮ শতাংশ ভোট পড়েছিল।
ভোট দেওয়ার পর ছেলে তেজস্বী যাদব এবং স্ত্রী রাবড়ি দেবীকে সাথে নিয়ে তোলা একটি ছবি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব। সেখানে তিনি লেখেন, "তাওয়ায় রুটি বারবার উল্টে দিতে হবে, নইলে পুড়ে যাবে। ২০ বছর যথেষ্ট! এখন, একটি নতুন বিহারের জন্য একটি তেজস্বী সরকার অপরিহার্য।"
तवा से रोटी पलटती रहनी चाहिए नहीं तो जल जाएगी।
— Lalu Prasad Yadav (@laluprasadrjd) November 6, 2025
20 साल बहुत हुआ! अब युवा सरकार और नए बिहार के लिए तेजस्वी सरकार अति आवश्यक है। pic.twitter.com/KSKnwtf57D
ভোট দানের পর জনশক্তি জনতা দলের সভাপতি তথা মহুয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী তেজ প্রতাপ যাদব সংবাদমাধ্যমের সামনে বলেন, "আমি মহুয়ার জনগণকে বলতে চাই যে এবার তারা হতাশ হবেন না। গতবার যেভাবে আমি মহুয়ার জনগণকে একটি মেডিকেল কলেজ দিয়েছিলাম, এবারও আমি এই নির্বাচনী এলাকায় একটি ইঞ্জিনিয়ারিং কলেজ দেব।"
২০১৫ সালে আরজেডির টিকিটে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন তেজপ্রতাপ। ২০২০ সালে জয়ী হন আরজেডি-র মুকেশ কুমার। নির্বাচনের আগে আরজেডি থেকে বহিষ্কৃত হয়ে নিজের দল গড়েছেন লালু-পুত্র তেজপ্রতাপ। সেই দলের হয়েই মহুয়া থেকে লড়ছেন তিনি।
পাটনার বখতিয়ারের একটি বুথে ভোট দিলেন বিহারের বিদায়ী মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। নিজের এক্স মাধ্যমে ভোটারদের ভোট দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
लोकतंत्र में मतदान केवल हमारा अधिकार ही नहीं, दायित्व भी है।
— Nitish Kumar (@NitishKumar) November 6, 2025
आज बिहार विधानसभा चुनाव के पहले चरण का मतदान हो रहा है — सभी मतदाताओं से आग्रह है कि अपने मताधिकार का प्रयोग अवश्य करें।
मतदान करें और दूसरों को भी प्रेरित करें।
पहले मतदान, फिर जलपान!
ভোট বয়কট করলেন বিহারের মানের বিধানসভা কেন্দ্রের পারেভ গ্রামের মহাদলিত সম্প্রদায়ের সদস্যরা। 'নো রোড, নো ভোট' লেখা একটি ব্যানার টাঙিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা। ভারতের স্বাধীনতা অর্জনের ৭৮ বছর পরেও এই গ্রামে চলাচলের উপযুক্ত রাস্তা নেই বলে অভিযোগ বাসিন্দাদের।
সংবাদমাধ্যমের সামনে ভিআইপি প্রধান এবং মহাগাঠবন্ধনের উপ-মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মুকেশ সাহানি বলেন, "আমাদের একটি দৃষ্টিভঙ্গি আছে। এটাই নীতিশের শেষ নির্বাচন। তিনি যা খুশি বলতে পারেন, কিন্তু আমরা সেই কথা গুলোই কেবল বলব যা আমরা পূরণ করতে সক্ষম হব।"
নিজের এক্স হ্যান্ডেলে বিহারবাসীর উদ্দেশ্যে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী লেখেন, "আমার প্রিয় বিহারের ভাই, বোন, মা এবং যুবকরা, আজ এমন এক দিন যেদিন আপনারা নিজেরা নিজেদের হাতে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। বিপুল সংখ্যায় ঘর থেকে বেরিয়ে আসুন এবং গণতন্ত্রের এই মহা উৎসবে অংশগ্রহণ করুন। চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, বিহারের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভোট দিন এবং আপনার গণতন্ত্র, সংবিধান এবং আপনার ভোটদানের অধিকার রক্ষা করুন।"
बिहार के मेरे प्यारे भाइयों, बहनों, माताओं एवं युवाओं! आज अपने हाथों से अपना भविष्य तय करने का दिन है। बड़ी संख्या में निकलकर लोकतंत्र के महापर्व में हिस्सा लीजिए। नौकरी, शिक्षा, स्वास्थ्य एवं बिहार के उज्ज्वल भविष्य के लिए, अपने लोकतंत्र, संविधान व वोट के अधिकार की रक्षा के लिए…
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) November 6, 2025
साथियों, बिहार के चल रहे विधानसभा चुनाव का आज प्रथम चरण का मतदान होना है। ऐसे में जरूरी है अधिक से अधिक संख्या में मतदान करना
— युवा बिहारी चिराग पासवान (@iChiragPaswan) November 6, 2025
आप सभी से विनम्र अपील है कि अपने-अपने नज़दीकी मतदान केंद्रों पर जाकर अवश्य मतदान करें।
आपका मत, बिहार के विकास और सशक्त लोकतंत्र की दिशा में एक महत्वपूर्ण…
স্ত্রী রাবড়ি দেবীকে নিয়ে পাটনার একটি বুথে ভোট দিলেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব। ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "বদল হবে।"
পাটনার একটি বুথে স্ত্রী রাজশ্রী যাদবের সঙ্গে ভোট দিলেন ‘মহাগঠবন্ধন’-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব।
বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যমে একটি পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, "গণতন্ত্রের উৎসবে আজ বিহারে প্রথম পর্যায়ের ভোটগ্রহণ হচ্ছে। এই পর্বে সকল ভোটারের কাছে আমার আবেদন, আপনারা পূর্ণ উদ্যমে ভোট দিন।......মনে রাখবেন, আগে ভোট, পরে আহার-বিশ্রাম।"
बिहार में आज लोकतंत्र के उत्सव का पहला चरण है। विधानसभा चुनावों में इस दौर के सभी मतदाताओं से मेरा आग्रह है कि वे पूरे उत्साह के साथ मतदान करें। इस मौके पर पहली बार वोट डालने जा रहे राज्य के अपने सभी युवा साथियों को मेरी विशेष बधाई। याद रखना है- पहले मतदान, फिर जलपान!
— Narendra Modi (@narendramodi) November 6, 2025
আজকের নির্বাচনে নজরে রয়েছে ৫ হেভিওয়েট কেন্দ্র - রাঘোপুর, তারাপুর, মহুয়া, আলিনগর এবং লখিসরাই। আরজেডি-র শক্ত ঘাঁটি রাঘোপুর থেকে লড়ছেন তেজস্বী যাদব। মহুয়া কেন্দ্রে লড়ছেন লালু প্রসাদের বড় ছেলে তেজ প্রতাপ যাদব। জনশক্তি জনতা দল নামে নতুন দল গড়েছেন তিনি। সেই দলের হয়েই প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
ফোক সঙ্গীত শিল্পী মৈথিলী ঠাকুর লড়ছেন আলিনগর থেকে, বিজেপির টিকিটে। বিদায়ী উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সম্রাট চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারাপুর থেকে। লখিসরাই থেকে বিজেপির প্রার্থী তিনবারের বিধায়ক বিজয় কুমার সিনহা।
বিহারে প্রথম দফার নির্বাচন আজ। ১৮টি জেলার ১২১টি বিধানসভা কেন্দ্রে সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রথম দফায় ভোটারের সংখ্যা ৩ কোটি ৭৫ লক্ষেরও বেশি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন