বিহারে চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ
বিহারে চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণছবি সৌজন্য - বসুধা বেণুগোপালের এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত

Bihar Polls 25 Live Blog: বিহারে দ্বিতীয় দফায় সকাল ১১টা পর্যন্ত ৩১.৩৮% ভোট, সবথেকে বেশি কিষেণগঞ্জে

People's Reporter: ২০ জেলার ১২২ আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টায়। বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট। এই পর্বে ১০১ সাধারণ আসন, ১৯টি তফশিলি জাতি ও ২টি তফশিলি উপজাতির জন্য সংরক্ষিত।

বিহারে বেলা ১১টা পর্যন্ত ভোট পড়লো ৩১.৩৮%

বিহারে দ্বিতীয় দফার নির্বাচনে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়লো ৩১.৩৮%। নির্বাচন কমিশনের ভোটার টার্ন আউট অ্যাপ অনুসারে এই তথ্য পাওয়া গেছে।

কমিশনের সূত্র অনুসারে -

আরারিয়া - ৩১.৩৮%

আরওয়াল - ৩১.০৭%

ঔরঙ্গাবাদ - ৩২.৮৮%

বাঁকা - ৩২.৯১%

ভাগলপুর - ২৯.০৮%

গয়া - ৩৪.০৭%

জাহানাবাদ - ৩০.৩৬%

জামুই - ৩৩.৬৯%

কৈমূর (ভাবুয়া) - ৩১.৯৮%

কাটিহার - ৩০.৮৩%

কিষেণগঞ্জ - ৩৪.৭৪%

মধুবনি - ২৮.৬৬%

নওয়াদা - ২৯.০২%

পশ্চিম চম্পারণ - ৩২.৩৯%

পূর্ণিয়া - ৩২.৯৪%

পূর্বি চম্পারণ - ৩১.১৬%

রোহতাস - ২৯.৮০%

শেওহার - ৩১.৫৮%

সীতামারি - ২৯.৮১%

সুপাউল - ৩১.৬৯%

বিহারে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৪.৫৫ শতাংশ

বিহারে দ্বিতীয় দফার নির্বাচনে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৪.৫৫ শতাংশ। নির্বাচন কমিশনের ভোটার টার্নআউট অ্যাপ এই তথ্য জানিয়েছে। এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে সকাল ৯টা পর্যন্ত সবথেকে বেশি ভোট পড়েছে গয়া জেলায়, ১৫.৯৭ শতাংশ। এছাড়াও কিষেণগঞ্জে ১৫.৮১ শতাংশ। জামুইতে পড়েছে ১৫.৭৭ শতাংশ। পূর্ণিয়াতে ১৫.৫৪ শতাংশ। ঔরঙ্গাবাদে ১৫.৪৩ শতাংশ এবং আরারিয়াতে ১৫.৩৪ শতাংশ।

আগে ভোটদান, পরে জলপান - ভোট শুরুর আগে বার্তা নীতিশ কুমারের

মঙ্গলবার ভোটগ্রহণ শুরুর আগে বিহারবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এদিন সকালে নিজের এক্স হ্যান্ডেলে নীতিশ কুমার লেখেন - "গণতন্ত্রে ভোটদান কেবল আমাদের অধিকারই নয়, আমাদের দায়িত্বও। বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপ আজ চলছে—সকল ভোটারকে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অনুরোধ করা হচ্ছে। ভোট দিন এবং অন্যদেরও ভোট দিতে উৎসাহিত করুন।প্রথমে ভোট দিন, তারপর জল পান করুন!"

১৪ নভেম্বরের পর বিহারের মানুষকে আর অন্য রাজ্যে যেতে হবে না - তেজস্বী যাদব 

বিহারে ভোট শুরুর কয়েক ঘণ্টা আগে এক ভিডিও বার্তায় তেজস্বী যাদব জানিয়েছেন, ১৪ নভেম্বরের পর বিহারের মানুষকে আর অন্য রাজ্যে যেতে হবেনা। গতকালের ভিডিও বার্তায় তেজস্বী যাদব বলেন, "১৪ নভেম্বরের পর, বিহার দেশের এক নম্বর রাজ্যে পরিণত হবে, যেখানে খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট, শিল্প, উপযুক্ত শিক্ষা, চিকিৎসা সেবা, কর্মসংস্থান এবং সেচ ব্যবস্থা, সুপার-স্পেশালিটি হাসপাতাল, শিক্ষা শহর এবং আইটি হাব থাকবে। কোনও বিহারিকে অন্য শহরে যেতে হবে না।"

বিহারে ভোটের দিন সকালে ভোটারদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা

বিহারের ভোটারদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বার্তা
বিহারের ভোটারদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বার্তাছবি - প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেল থেকে স্ক্রিনশট

বিহারে দ্বিতীয় দফা নির্বাচনের দিন ভোটগ্রহণ শুরুর ঠিক আগে সকাল ৬টা ৫০ মিনিটে ভোটারদের কাছে আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদি সকালের এক্স বার্তায় (পূর্বতন ট্যুইটার) তিনি লিখেছেন, "আজ বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় এবং শেষ ধাপের ভোটগ্রহণ। আমি সকল ভোটারদের উৎসাহের সাথে অংশগ্রহণ করে নতুন ভোটদানের রেকর্ড গড়ার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে রাজ্যের আমার তরুণ বন্ধুদের, যারা প্রথমবারের মতো ভোট দিচ্ছেন, তাদের কাছে অনুরোধ করছি, তারা যেন কেবল নিজেরাই ভোট না দেন, অন্যদেরও ভোট দিতে অনুপ্রাণিত করেন।"

সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ

বিহারে দ্বিতীয় দফায় সকাল ৭টা থেকে শুরু হয়ে গেছে ভোটগ্রহণ। রাজ্যের ২০ জেলার ১২২ আসনে আজ ভোটগ্রহণ। সকাল থেকেই বুথে বুথে ভোটারদের লম্বা লাইন লক্ষ করা গেছে। প্রথম দফার মত দ্বিতীয় দফাতেও ভোটদানের হার বেশি হবে বলে অনুমান রাজনৈতিক মহলের।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in