

বিহারে চলছে ভোটগণনা। শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা। এখনও পর্যন্ত যে প্রাথমিক প্রবণতা সামনে এসেছে তাতে প্রথম থেকেই অনেক এগিয়ে এনডিএ। অনেকটাই পিছিয়ে মহাজোট শিবির।
২৪৩ আসনের যে প্রবণতা সামনে এসেছে তাতে ১৫৯ আসনে এগিয়ে আছে এনডিএ। অন্যদিকে ৮০ আসনে এগিয়ে আছে মহাজোট। অন্যান্যরা এগিয়ে ৪ আসনে।
দলগত হিসেবে বিজেপি এগিয়ে আছে ৬৯ আসনে, জেডিইউ ৭৫ আসনে, আরজেডি ৬০ আসনে, কংগ্রেস ১৬ আসনে, জনসূরজ পার্টি ২ আসনে এগিয়ে আছে। অন্যান্যরা এগিয়ে ২১ আসনে।
এগিয়ে আছেন তেজস্বী যাদব, মৈথিলী ঠাকুর, বিজয় কুমার সিনহা, সম্রাট চৌধুরী, অনন্ত কুমার সিং। পিছিয়ে তেজপ্রতাপ যাদব।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন