Bihar: মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার পরেই মহাজোটের নেতা নির্বাচিত হলেন নীতিশ কুমার

এদিন বিকেল ৪টেয় রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দিয়ে তিনি চলে যান তেজস্বী যাদবের বাড়িতে। সেখানে তিনি দেখা করেন রাবড়ি দেবি এবং তেজস্বী যাদবের সঙ্গে। ইস্তফার পরই মহাজোটের নেতা নির্বাচিত হন নীতিশ কুমার।
নীতিশ কুমার ও তেজস্বী যাদব
নীতিশ কুমার ও তেজস্বী যাদব ফাইল ছবি - গ্রাফিক্স সুমিত্রা নন্দন
Published on

বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নীতিশ কুমার। এর আগেই তিনি বিজপির সঙ্গে জোট ছাড়ার কথা ঘোষণা করেছিলেন। মঙ্গলবার বিকেল ৪টেয় রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দেবার পর তিনি চলে যান তেজস্বী যাদবের বাড়িতে। সেখানে গিয়ে তিনি দেখা করেন রাবড়ি দেবি এবং তেজস্বী যাদবের সঙ্গে। ইস্তফার পরেই মহাজোটের নেতা নির্বাচিত হন নীতিশ কুমার।

ইস্তফার পর এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতিশ কুমার জানিয়েছেন, আজ দলের বৈঠকে দলের সব সদস্য জানিয়েছেন এনডিএ-র সঙ্গে সম্পর্ক ছেদ করা উচিৎ। বৈঠকের পরেই আমরা এনডিএ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি এবং আমি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছি।

নীতিশ কুমারের ইস্তফা ঘিরে বিহার জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তৎপরতা। লোকজনশক্তি পার্টির নেতা চিরাগ পাশোয়ান বলেন, যেভাবে জনগণের রায়কে অবজ্ঞা করে নীতিশ কুমার শিবির বদলে মহাজোটে যোগ দিলেন আমি তার তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে মাননীয় রাজ্যপালের কাছে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে নতুন নির্বাচন করার দাবি জানাচ্ছি।

বিহারে নীতিশ কুমারের ইস্তফা ঘিরে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে বিজেপি নেতৃত্ব যেমন এই ঘটনায় সরাসরি নীতিশকে কাঠগড়ায় তুলেছেন অন্যদিকে বিরোধী নেতৃত্ব এই ঘটনাকে স্বাগত জানিয়েছেন।

অখিলেশ যাদব – আজকের দিনে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। আর আজকের দিনেই শুরু হল বিজেপি ভারত ছাড়ো। আমার আশা এই জোট আগামীদিনে পথ দেখাবে।

অন্যদিকে নীতিশ কুমারের প্রতি নিঃশর্ত সমর্থন জানিয়েছেন হ্যাম প্রধান জিতন রাম মাঝি। বামেদের পক্ষ থেকে বাইরে থেকে এই সরকারকে সমর্থনের নিশ্চয়তা দেওয়া হয়েছে।

২০২৪ লোকসভা নির্বাচনের আগে বিহারের মত রাজ্যে ক্ষমতাচ্যুত হওয়া বিজেপির কাছে বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in