Bihar: নীতিশ কুমারের আইনমন্ত্রীর বিরুদ্ধে অপহরণের মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার অভিযোগ

অভিযোগ উঠেছে তাঁর সদ্য নিয়োজিত আইন মন্ত্রী কার্তিকেয় সিং-কে নিয়ে। যদিও অভিযুক্ত সিং নীতিশ কুমারের জেডি(ইউ) দলের বিধায়ক নন, তিনি তেজস্বী যাদবের আরজেডি দলের সদস্য।
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ফাইল ছবি সংগৃহীত

এনডিএ জোট ভেঙে বেরিয়ে এসে নতুন জোট সরকারের পথচলার শুরুতেই ধাক্কা খেলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। অভিযোগ উঠেছে তাঁর সদ্য নিয়োজিত আইন মন্ত্রী কার্তিকেয় সিং-কে নিয়ে। যদিও অভিযুক্ত সিং নীতিশ কুমারের জেডি(ইউ) দলের বিধায়ক নন, তিনি তেজস্বী যাদবের আরজেডি দলের সদস্য।

জানা যাচ্ছে, বিহারের সদ্য নিযুক্ত আইনমন্ত্রী কার্তিকেয় সিং-এর বিরুদ্ধে এক অপহরণ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। যদিও এই প্রসঙ্গে নীতিশ কুমার জানিয়েছেন, তিনি এই বিষয়ে অবগত ছিলেন না এবং বিষয়টি নিয়ে তিনি আরজেডি নেতা তথা রাজ্যের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সঙ্গে আলোচনা করবেন।

উল্লেখ্য, ওই অপহরণ মামলায় গত ১৬ আগস্ট আত্মসমর্পণ করেন অভিযুক্ত আরজেডি বিধায়ক কার্তিকেয় সিং। ওইদিনই তিনি রাজ্যের আইনমন্ত্রীর পদে শপথ নেন। গত ২০১৪ সালে এক অপহরণ মামলায় অন্য ১৭ জনের সঙ্গে তাঁর নামও অভিযুক্ত তালিকায় ছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি এক নির্মাণ ব্যবসায়ীকে অপহরণ এবং হত্যার পরিকল্পনার অংশীদার ছিলেন।

এই ঘটনা প্রসঙ্গে কার্তিকেও সিং-এর দাবি তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এবং তাঁর বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই।

প্রসঙ্গত, অতি সম্প্রতি নীতিশ কুমার বিজেপির সঙ্গ ত্যাগ করে আরজেডি-র হাত ধরেন এবং মহাজোটে যোগ দেন। এরপরেই তিনি এনডিএ জোটের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন এবং মহাজোটের মুখ্যমন্ত্রী হিসেবে অষ্টম বারের জন্য শপথ নেন। শপথ গ্রহণের পাঁচ দিন পরে নীতিশ কুমার গতকাল ৩১ জনের মন্ত্রীসভা ঘোষণা করেন। যে মন্ত্রীসভায় ১৬ জন মন্ত্রী আরজেডি-র। জেডিইউ-এর পক্ষ থেকে মন্ত্রী হন ১১ জন।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in