মুখ্যমন্ত্রী নীতিশ কুমার
মুখ্যমন্ত্রী নীতিশ কুমারফাইল ছবি, নীতিশ কুমারের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

Bihar: নীতিশ কুমারের 'জনতা দরবার'-এর পাল্টা BJP-র 'সহযোগ কার্যক্রম'

এই কর্মসূচিতে দলের পাটনা অফিসে প্রতি সোমবার থেকে শনিবার রাজ্যের বিজেপি মন্ত্রীরা সাধারণ মানুষের সঙ্গে মিলিত হবেন। যদিও রাজনৈতিক মহলের মতে জেডিইউ-এর সঙ্গে পাল্লা দিতেই এই কর্মসূচিতে নামতে চলেছে বিজেপি।

বিহারে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের 'জনতা দরবার'-এর অনুকরণে 'সহযোগ কার্যক্রম' শুরু করতে চলেছে বিজেপি। এই কর্মসূচিতে দলের পাটনা অফিসে প্রতি সোমবার থেকে শনিবার রাজ্যের বিজেপি মন্ত্রীরা সাধারণ মানুষের সঙ্গে মিলিত হবেন। যদিও রাজনৈতিক মহলের মতে জেডিইউ-এর সঙ্গে পাল্লা দিতেই এই কর্মসূচিতে নামতে চলেছে বিজেপি।

বিজেপি সূত্রে জানা গেছে, রবিবার ছাড়া প্রতিদিন পাটনায় দলীয় কার্যালয়ে ১১টা থেকে ২টো পর্যন্ত রাজ্য মন্ত্রীসভার বিজেপি মন্ত্রীরা সাধারণের সঙ্গে মিলিত হবেন। অবশ্য এর আগেও বিজেপি কার্যালয়ে এই ধরণের কর্মসূচি নেওয়া হয়েছিলো। যা গত পাঁচবছর আগে বন্ধ করে দেওয়া হয়।

রাজ্য বিজেপির অফিস ইনচার্জ সুরেশ রুংতা জানিয়েছেন, রাজ্যের পরিবেশ ও বন দপ্তরের বিজেপি মন্ত্রী নীরজ কুমার সিং, পঞ্চায়েত মন্ত্রী সম্রাট চৌধুরী, শ্রম মন্ত্রী জীবেশ মিশ্র দলীয় অফিসে সহযোগ কার্যক্রমে প্রতি সোমবার উপস্থিত থাকবেন।

মঙ্গলবার থাকবেন উপমুখ্যমন্ত্রী তার কিশোরী প্রসাদ, স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডে এবং শিল্প মন্ত্রী শাহনওয়াজ হুসেন।

বুধবার থাকবেন ভূমি সংস্কার মন্ত্রী রাম সুরাত রাই, পিডব্লুডি মন্ত্রী নীতিন নবীন এবং সংস্কৃতি মন্ত্রী অলোক রঞ্জন।

বৃহস্পতিবার উপস্থিত থাকবেন আইন মন্ত্রী প্রমোদ কুমার, কো অপারেটিভ মন্ত্রী সুভাষ সিং এবং পর্যটন মন্ত্রী নারায়ণ প্রসাদ।

শুক্রবার থাকবেন খনি মন্ত্রী জনক রাম, কৃষি মন্ত্রী অমরেন্দ্র প্রতাপ সিং এবং পিএইচইডি মন্ত্রী রাম প্রীত পাসোয়ান।

শনিবার থাকবেন উপ মুখ্যমন্ত্রী রেনু দেবী।

- with inputs from IANS

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in