Bihar: বিজেপি ‘হিন্দু-মুসলিম’ নিয়েই ব্যস্ত! প্রতিবাদে তিনবারের সাংসদকে কালো পতাকা দেখালেন এলাকাবাসী

এক ক্ষুব্ধ গ্রামবাসী জানিয়েছেন, “ভোটের আগে ওরা সবার আগে আসে। কিন্তু নির্বাচন মিটে গেলেই ওরা সমস্ত মানুষের কথা ভুলে গিয়ে যে যার বাড়িতে বসে থাকেন।”
Bihar: বিজেপি ‘হিন্দু-মুসলিম’ নিয়েই ব্যস্ত! প্রতিবাদে তিনবারের সাংসদকে কালো পতাকা দেখালেন এলাকাবাসী
প্রতীকী ছবি

নিজের কেন্দ্রেই এবার ‘কালো পতাকা’ দেখতে হল বিজেপি নেতা তথা লোকসভা সাংসদকে। বিহারের বিজেপি সাংসদ সঞ্জয় জয়সওয়াল বিহারের পশ্চিম চম্পারণের একটি গ্রামে গিয়েই গ্রামবাসীদের থেকে কালো পতাকা দেখেন। ক্ষুব্ধ গ্রামবাসীরা বিজেপি সাংসদকে ঘিরে তাঁর বিরুদ্ধে পোস্টার দেখান ও স্লোগান তোলেন। পাশাপাশি, তাঁকে অবিলম্বে এলাকা ছাড়ার জন্যও বলা হয়। প্রসঙ্গত, ওই পশ্চিম চম্পারণ কেন্দ্র থেকেই তিনবার নির্বাচনে জিতে লোকসভায় প্রতিনিধিত্ব করেছেন সঞ্জয়।

সোমবার বিহার বিজেপির প্রাক্তন প্রধান তথা লোকসভা সাংসদ সঞ্জয় জয়সওয়াল তাঁর নিজের কেন্দ্র পশ্চিম চম্পারণের বানজারিয়া ব্লকের একটি গ্রাম পরিদর্শন ও দলীয় প্রচারে যান। কিন্তু তাঁর পৌঁছনোর খবর পেয়েই গ্রামবাসীরা বিশাল সংখ্যায় জড়ো হন এবং জয়সওয়ালকে ঘিরে ধরে কালো পতাকা দেখান। তাঁর বিরুদ্ধে পোস্টার প্রদর্শন করে তাঁকে ওই গ্রাম থেকে দ্রুত চলে যাওয়ার জন্য বলা হয়।

গ্রামবাসীদের দাবি, জয়সওয়ালকে অনেক সমর্থন করা হয়েছে। এমনকি নির্বাচনে জিতিয়ে ৩ বার সংসদেও পাঠানো হয়েছে। কিন্তু উনি ওই কেন্দ্রে কোনওরকম উন্নয়নমূলক কাজ করতে ব্যর্থ হয়েছেন।

ক্ষুব্ধ গ্রামবাসীরা জয়সওয়ালকে এদিন ওই কেন্দ্রে ‘কী কী উন্নয়নমূলক কাজ হয়েছে বা হচ্ছে’ তা নির্দিষ্ট করে জানাতেও বলেন। কিন্তু তিনি সেভাবে জবাব দিতে পারেননি। গ্রামবাসীদের দাবি, বিজেপি ভোট সংগ্রহ করার জন্য ‘হিন্দু-মুসলিম রাজনীতি’ নিয়েই ব্যস্ত।

এক ক্ষুব্ধ গ্রামবাসী জানিয়েছেন, “ভোটের আগে ওরা সবার আগে আসে। কিন্তু নির্বাচন মিটে গেলেই ওরা সমস্ত মানুষের কথা ভুলে গিয়ে যে যার বাড়িতে বসে থাকেন।” গ্রামবাসীদের এই বিক্ষুব্ধ আচরণে হতবাক বিজেপি সাংসদ বারবার ওই কেন্দ্রে নিজের কাজের ফিরিস্তি দেওয়ার চেষ্টা করলেও গ্রামবাসীরা কোনওমতেই তাঁর কোনও কথা শুনতে রাজি হননি।  

Bihar: বিজেপি ‘হিন্দু-মুসলিম’ নিয়েই ব্যস্ত! প্রতিবাদে তিনবারের সাংসদকে কালো পতাকা দেখালেন এলাকাবাসী
শিক্ষিকার নির্দেশে মুসলিম ছাত্রকে চড় মারার ঘটনায় ফ্যাক্ট চেকার জুবেইরের বিরুদ্ধে FIR দায়ের পুলিশের
Bihar: বিজেপি ‘হিন্দু-মুসলিম’ নিয়েই ব্যস্ত! প্রতিবাদে তিনবারের সাংসদকে কালো পতাকা দেখালেন এলাকাবাসী
Indo-China: নয়া মানচিত্র প্রকাশ করে ভারতের অরুণাচল ও আকসাই চিনকে নিজেদের অংশ বলে দাবি চিনের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in