Bihar: নীতিশ কুমারের শিবির বদলের গুঞ্জনের মাঝেই দলীয় বিধায়ক ও সাংসদদের বৈঠকের ডাক বিজেপি, কংগ্রেসের

People's Reporter: রাজনৈতিক মহলের মতে নীতিশ কুমারের সঙ্গে রাজ্যে পরবর্তী অধ্যায় শুরু করার আগে নিজেদের দলীয় পরিকল্পনা চূড়ান্ত করে নিতেই এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে। যদিও বিজেপি সেই দাবি উড়িয়ে দিয়েছে।
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে নীতিশ কুমার
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে নীতিশ কুমারছবি - নীতিশ কুমারের এক্স হ্যান্ডেলের সৌজন্যে
Published on

বিহারে ক্ষমতার হাতবদলের জল্পনার মাঝেই জরুরি ভিত্তিতে রাজ্যের দলীয় সাংসদ এবং বিধায়কদের বৈঠক ডাকলো বিজেপি। আজ শনিবারই পাটনায় এই বৈঠক অনুষ্ঠিত হবার কথা।

রাজ্য বিজেপি সভাপতি সম্রাট চৌধুরী জানিয়েছেন, আগামী লোকসভা নির্বাচনে দলের কর্মসূচী নিয়ে আলোচনার জন্যই এই বৈঠক ডাকা হয়েছে। যদিও রাজনৈতিক মহলের মতে নীতিশ কুমারের সঙ্গে রাজ্যে পরবর্তী অধ্যায় শুরু করার আগে নিজেদের দলীয় পরিকল্পনা চূড়ান্ত করে নিতেই এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে।

সম্রাট চৌধুরী আরও বলেন, নীতিশ কুমারের এনডিএ-তে যোগদানের বিষয়ে এখনও পর্যন্ত বিজেপির রাজ্যস্তরে কোনও আলোচনাই হয়নি।

নীতিশ কুমারের শিবির বদলের গুঞ্জনের মাঝেই জেডিইউ শিবির থেকে শুক্রবার জানানো হয়, তারা এখনও বিরোধী শিবিরেই আছেন এবং রাজনৈতিক মহলে যে গুঞ্জন উঠেছে তার কোনও ভিত্তি নেই। নীতিশ কুমার বা জেডিইউ এই মুহূর্তে শিবির পরিবর্তনের বিষয়ে কোনও ভাবনা চিন্তাই করেনি।

গতকাল তাৎপর্যপূর্ণভাবে বিহারের বিশিষ্ট বিজেপি নেতা ও রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী সাংবাদিকদের জানান, রাজনীতিতে কখনই কোনও দরজা বন্ধ হয়ে যায়না। প্রয়োজন হলেই দরজা খুলে দেওয়া যাবে।

বিহারের রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই আরজেডি এবং কংগ্রেসের পক্ষ থেকেও আলাদা করে দফায় দফায় আলোচনা চলছে। শনিবার দুপুরে কংগ্রেস বিধায়কদেরও এক বৈঠকে ডাকা হয়েছে।

বিহার প্রদেশ কংগ্রেস সভাপতি শাকিল আহমেদ খান সাংবাদিকদের জানান, কংগ্রেসের সমস্ত প্রাক্তন এবং বর্তমান বিধায়কদের এক বৈঠক ডাকা হয়েছে। কিন্তু তা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নয়। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা আগামী ২৯ জানুয়ারি বিহারে প্রবেশ করবে। সেই বিষয়ে আলোচনার জন্যেই এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে।

রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা আগামী ২৯ জানুয়ারি কিষাণগঞ্জ দিয়ে বিহারে প্রবেশ করবে। ওইদিনই কিষাণগঞ্জে কংগ্রেসের পক্ষ থেকে এক সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এছাড়াও রাহুল গান্ধীর যাত্রাপথে ৩০ তারিখ পূর্ণিয়া এবং ৩১ তারিখ কাটিহারে কংগ্রেসের ডাকে জনসভা অনুষ্ঠিত হবে।

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে নীতিশ কুমার
Nitish Kumar: এই নিয়ে পঞ্চমবার - আবারও কোন কারণে নীতিশ কুমারের শিবির বদলানোর গুঞ্জন?
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে নীতিশ কুমার
Bihar: রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় থাকছেন না নীতিশ? ইন্ডিয়ার ‘হাত’ ছেড়ে এনডিএ শিবিরে যোগ জেডিইউ-র?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in