

নতুন কর পরিকাঠামোয় বেশ কয়েকটি পরিবর্তনের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। নতুন কর কাঠামোয় ১৭৫০০ টাকা পর্যন্ত লাভ হবে বলেই জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
নতুন কর পরিকাঠামো -
৩ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনও আয়কর দিতে হবে না।
আগে ৩ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে ৫% আয়কর দিতে হতো। সেটা পরিবর্তন করে ৩ থেকে ৭ লক্ষ টাকা বার্ষিক আয় করা হয়েছে।
পূর্বে ৬ থেকে ৯ লক্ষ বার্ষিক আয়ে ১০ শতাংশ আয়কর দিতে হত। কিন্তু এবার থেকে ৭ থেকে ১০ লক্ষ টাকা বার্ষিক আয়ে ১০ শতাংশ আয়কর দিতে হবে।
৯-১২ লক্ষ বার্ষিক আয়ে ১৫% আয়কর দিতে হতো। সেই পরিমাণ বৃদ্ধি করে ১০-১২ লক্ষ টাকা বার্ষিক আয় করা হল।
১২-১৫ লক্ষ টাকা বার্ষিক আয়ে ২০% আয়কর এবং ১৫ লক্ষ টাকার উপরে বার্ষিক আয়ে ৩০% আয়কর দিতে হবে। এই দুটি ধাপকে অপরিবর্তিত রাখা হয়েছে। তবে পুরনো কর কাঠামোতে কোনও পরিবর্তন আনা হয়নি।
নতুন কর কাঠামো পরিবর্তনের পাশাপাশি ক্যাপিটাল গেনে ছাড় ১ লক্ষ থেকে বৃদ্ধি করে ২.২৫ লক্ষ টাকা করা হয়েছে। ই-কমার্সের উপর থেকে TDS কমানো হবে বলেও জানান নির্মলা সীতারমন। আর টিডিএস নির্ধারিত সময়ে জমা না দেওয়া অপরাধের সমতুল্য নয় বলেই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন