Bharat Jodo Yatra: মহাত্মা গান্ধীর তিরোধান দিবসে কাশ্মীরেই থামল রাহুলের 'ভারত জোড়ো যাত্রা'

বিজেপির উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাহুল গান্ধী। তাঁর কথায়,'বিজেপির কোনও নেতা চারদিন হাঁটতে পারবেন না। জম্মু-কাশ্মীরের মানুষ তাঁকে হাঁটতে দেবে না এমনটা কিন্তু নয়। আসলে বিজেপি ভয় পায়।'
Bharat Jodo Yatra: মহাত্মা গান্ধীর তিরোধান দিবসে কাশ্মীরেই থামল রাহুলের 'ভারত জোড়ো যাত্রা'
ছবি সৌজন্যে - কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল

মহাত্মা গান্ধীর ৭৬ তম তিরোধান দিবসে (৩০ জানুয়ারি)- সোমবার, শ্রীনগরে আনুষ্ঠানিকভাবে শেষ হল 'ভারত জোড়ো যাত্রা'। আর, ১৩৫ দিনের দীর্ঘ যাত্রার শেষে সকলকে আপন করে নেওয়ার বার্তা দেন রাহুল গান্ধী। তুলে ধরেন মহাত্মা গান্ধীর কথাও।

শ্রীনগরে তুষারপাতের মাঝে রাহুল বলেন, 'আমি গান্ধীজির কাছ থেকে শিখেছি কীভাবে ভয়ডরহীন বাঁচতে হয়। চারদিন হেঁটেছি এখানে। আমি শুধু ভেবেছি, আমার টি-শার্টের রং বদলে লাল হয়ে যাবে। তবে জম্মু ও কাশ্মীরের মানুষ আমাকে লক্ষ্য করে হ্যান্ড গ্রেনেড ছোড়েনি। বরং ভালবাসায় ভরিয়ে দিয়েছে। হৃদয় দিয়ে ভালবাসা দিয়েছে।'

শের-ই-কাশ্মীর ক্রিকেট স্টেডিয়ামে সমাপ্তি সমাবেশে রাহুল গান্ধী বলেন, 'আমি এই (যাত্রা) নিজের জন্য বা কংগ্রেসের জন্য করিনি, কিন্তু দেশের মানুষের জন্য করেছি। আমাদের লক্ষ্য হল- সেই আদর্শের বিরুদ্ধে দাঁড়ানো, যা এই দেশের ভিত্তি ধ্বংস করতে চায়।'

বিজেপির উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাহুল গান্ধী। তাঁর কথায়,'বিজেপির কোনও নেতা চারদিন হাঁটতে পারবেন না। জম্মু-কাশ্মীরের মানুষ তাঁকে হাঁটতে দেবে না এমনটা কিন্তু নয়। আসলে বিজেপি ভয় পায়।'

বিজেপিকে নিশানা করে কংগ্রেস সাংসদ বলেন,'যারা হিংসায় বিশ্বাসী তারা মানুষের কষ্ট বোঝে না। আমি বুঝি। আমি এই ব্যথা অনেকবার পেয়েছি। অনুভব করেছি। প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহ বুঝতে পারবেন না, এখন পুলওয়ামা হামলায় শহিদদের পরিবার কী অবস্থায় আছে।' 

সূত্রের খবর, এদিনের অনুষ্ঠানে ২১ টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল কংগ্রেসের তরফে। তবে, নিরাপত্তার কথা তুলে ধরে তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি-সহ বেশ কয়েকটি দল আসেনি।

জানা যাচ্ছে, রাহুলের যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে যোগ যোগ দিয়েছে- এম কে স্ট্যালিনের ডিএমকে (DMK), শরদ পাওয়ারের এনসিপি (NCP), তেজস্বী যাদবের রাষ্ট্রীয় জনতা দল (RJD), নীতীশ কুমারের জনতা দল (ইউনাইটেড) (JD-U), উদ্ধব ঠাকরের শিবসেনা (Shiv Sena)।

শুধু তাই নয়, সিপিআইএম (CPIM), সিপিআই (CPI), কেরালা কংগ্রেস, ভিসিকে, ফারুক আবদুল্লাহর জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স (NC), মেহবুবা মুফতির পিডিপি (PDP) এবং শিবু সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM)। মায়াবতীর বহুজন সমাজ পার্টি (BSP) দলগতভাবে যোগ দেওয়ার কথা না জানালেও তাদের এক সাংসদ ভারত জোড়োর সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিয়েছেন।  

প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর, দেশের দক্ষিণ প্রান্ত কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা শুরু করেছিলেন রাহুল গান্ধী। এই যাত্রায় ১২ টি রাজ্য, ২ টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৩ হাজার ৯৭০ কিলোমিটার পথ কভার করার পর, ৩০ জানুয়ারী শ্রীনগরে শেষ হয়েছে যাত্রা।

Bharat Jodo Yatra: মহাত্মা গান্ধীর তিরোধান দিবসে কাশ্মীরেই থামল রাহুলের 'ভারত জোড়ো যাত্রা'
Hindenburg Research: 'জাতীয়তাবাদের নাম করে কারচুপিকে লুকোতে পারবে না আদানি গোষ্ঠী'

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in