Bharat Bandh: বনধের সমর্থনে পঞ্জাব, হরিয়ানায় অবরুদ্ধ হাইওয়ে, বিক্ষোভে বিভিন্ন কৃষক সংগঠন

কেন্দ্রের তিন কৃষি আইন বাতিলের দাবিতে কৃষক ইউনিয়নগুলির ডাকা ভারত বনধকে সফল করতে হরিয়ানা, পঞ্জাবে হাইওয়ে অবরোধ করেছে শয়ে শয়ে কৃষক। দিল্লীর সঙ্গে সংযোগকারী ১নং জাতীয় সড়কও অবরুদ্ধ।
শাম্পলা টোল প্লাজায় অবরোধ
শাম্পলা টোল প্লাজায় অবরোধ ছবি রফি এল-এর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

কেন্দ্রের তিন কৃষি আইন বাতিলের দাবিতে কৃষক ইউনিয়নগুলির ডাকা ভারত বনধকে সফল করতে হরিয়ানা, পঞ্জাবে হাইওয়ে অবরোধ করেছে শয়ে শয়ে কৃষক। দিল্লীর সঙ্গে সংযোগকারী ১নং জাতীয় সড়কও অবরুদ্ধ।

বিকেল চারটে পর্যন্ত কৃষক, কৃষি মজুর, কমিশন এজেন্ট, ব্যবসা ও কর্মচারী সংগঠন এবং রাজনৈতিক দলের কর্মীদের এই অবরোধ চললে পঞ্জাব হরিয়ানায় গাড়ি চলাচলে তার বড়সড় প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুটি রাজ্যেই হাইওয়ে এবং প্রধান সংযোগকারী রাস্তাগুলিতে ট্রাক্টর নিয়ে বসে পড়েছে বিক্ষোভকারী কৃষকরা। এই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে হরিয়ানা পঞ্জাবের বিভিন্ন জায়গায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। হাইওয়ে বন্ধ থাকায় গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

তবে এখনও পর্যন্ত কোথাও থেকে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জরুরি চিকিৎসা পরিষেবাকে অবরোধের আওতার বাইরে রাখা হয়েছে। পুলিশ ভারত বনধের পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষকে রাস্তায় যানবাহন চলাচল ব্যাহত হতে পারে বলে সতর্ক করে দিয়েছে।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন হরিয়ানায় বিস্তারিত বন্দোবস্ত করা হয়েছে। মূল লক্ষ্য আইন শৃঙখলা রক্ষা, হিংসাত্মক ঘটনা প্রতিরোধ এবং গাড়ি চলাচল এবং জন পরিবহণ স্বাভাবিক রাখা।

তিনি কৃষকদের প্রতি শান্তিপূর্ণ উপায়ে তাদের দাবি জানানোর আবেদন করেছেন। তবে কেউ বনধের নামে বিশৃঙখলা সৃষ্টির চেষ্টা করলে রেয়াত করা হবে না বলে সতর্ক করে দিয়েছেন তিনি।

৪০টি কৃষক ইউনিয়নের জোট সংযুক্ত কিষাণ মোর্চা এই প্রতিবাদ ও বনধের ডাক দিয়েছে। বিক্ষুব্ধ কৃষকদের দাবি গত বছর সংসদে পাশ হওয়া তিনটি কৃষি আইন বাতিল করতে হবে। তাদের আশঙ্কা ভবিষ্যতে ন্যূনতম সহায়ক মূল্য মিলবে না। বড় কোম্পানিগুলির দয়ার ওপর নির্ভর কর‍্যে হবে।

সরকারের বক্তব্য নতুন আইনে কৃষকদের আরও সুবিধা হবে। বিরোধী দলগুলি কৃষকদের বিপথে চালিত করছে বলে সরকারের অভিযোগ।

with inputs from IANS

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in