

উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। শনিবার একথা ঘোষণা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সংসদীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
শনিবারই দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সাথে বৈঠক করেন ধনখড়। এরপরই এনডিএ জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করেন বিজেপি সভাপতি। এদিন উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে জগদীপ ধনখড়ের নাম ঘোষণা করার সময় নাড্ডা বলেন, কৃষক পুত্র ধনখড়কে আমরা এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করছি। আমি আশা করবো তিনি দলমত নির্বিশেষে সকলের সমর্থন পাবেন।
নাড্ডার এই ঘোষণার পরই জগদীপ ধনখড়কে সমর্থন জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "সংবিধান সম্পর্কে চমৎকার জ্ঞান আছে জগদীপ ধনখড়ের। আইন প্রণয়নের বিষয়েও তিনি অভিজ্ঞ। আমি নিশ্চিত তিনি দক্ষতার সাথে রাজ্যসভার সভাপতিত্ব করবেন।"
উল্লেখ্য, বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের বাড়ি রাজস্থানের ঝুনঝুনে। ১৯৮৯ সালে লোকসভা নির্বাচনে ঝুনঝুন থেকেই জনতা দলের হয়ে জয়ী হন তিনি। ১৯৯৩ সালে রাজস্থানের কিষণগড়ের বিধায়ক ছিলেন তিনি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন