Karnataka: 'সরকার চালাচ্ছি না, শুধুই ম্যানেজ করছি', ফাঁস হওয়া অডিওতে দাবি কর্ণাটকের আইন মন্ত্রীর

ফাঁস হওয়া অডিও ক্লিপ যে আইনমন্ত্রী জে সি মধুস্বামীর, তা স্বীকার করেছেন ৬২ বছরের বোম্মাই। তিনি দাবি করেন, কণ্ঠস্বর মধুস্বামীর হলেও বিষয়টির ভুল ব্যাখ্যা হচ্ছে. সব ঠিকঠাক চলছে, মন্ত্রীসভায় কোন সমস্যা নেই
কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই
কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইফাইল ছবি সংগৃহীত

এমনিতেই অন্তর্দ্বন্দ্বে জেরবার কর্ণাটক বিজেপি। মুখমন্ত্রী বাসবরাজ বোম্বাইয়ের সঙ্গে সমানে পাল্লা দিয়ে চলছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরিয়াপ্পা-র শিবির। আর, তারই মাঝে ফাঁস হয়েছে রাজ্যের আইনমন্ত্রী জে সি মধুস্বামীর একটি অডিও। যেখানে তাঁকে বলতে শোনা গেছে, 'আমরা সরকার চালাচ্ছি না। শুধুই ম্যানেজ করছি। আগামী ৭-৮ মাস এভাবেই টানতে হবে।'

মুখমন্ত্রী বাসবরাজ বোম্বাইয়ের মন্ত্রীসভার সদস্যের এই অডিও ফাঁস হওয়ার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি এবার বাসবরাজ বোম্বাইয়ের মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যাওয়া সময়ের অপেক্ষা?

জানা যাচ্ছে, ফাঁস হওয়া অডিও ক্লিপ যে আইনমন্ত্রী জে সি মধুস্বামীর, তা স্বীকার করেছেন ৬২ বছরের বোম্মাই। তাঁর মতে, কণ্ঠস্বর মধুস্বামীর হলেও বিষয়টির ভুল ব্যাখ্যা হচ্ছে। তিনি দাবি করেন, সবকিছুই ঠিকঠাক চলছে, মন্ত্রীসভায় কোনও সমস্যা নেই।

২০২৩ সালের মে মাসে কর্ণাটকে বিধানসভা নির্বাচন। তার আগে আইনমন্ত্রীর ফাঁস হওয়া অডিও ক্লিপ নিয়ে তোলপাড় শুরু হয়েছে বিজেপির অন্দরেই। মন্ত্রিসভার বর্ষীয়ান সদস্য মুনিরথনা দাবি করেছেন, ইস্তফা দিতে হবে আইনমন্ত্রীকে।

তাঁর কথায়, 'যদি তিনি মনে করেন, আমরা কেবল সরকার সামলাচ্ছি, তাহলে অবিলম্বে কর্ণাটকের আইনমন্ত্রীর পদ থেকে তাঁর সরে যাওয়া উচিত। তিনি সরকারের অংশ। মন্ত্রিসভার বৈঠকে তিনি অংশ নেন। সিদ্ধান্ত নেওয়ার সময় তিনি উপস্থিতও থাকেন। মন্ত্রী পদে থাকাকালীন এই ধরনের বক্তব্য পেশ করা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়।'

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in