

এমনিতেই অন্তর্দ্বন্দ্বে জেরবার কর্ণাটক বিজেপি। মুখমন্ত্রী বাসবরাজ বোম্বাইয়ের সঙ্গে সমানে পাল্লা দিয়ে চলছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরিয়াপ্পা-র শিবির। আর, তারই মাঝে ফাঁস হয়েছে রাজ্যের আইনমন্ত্রী জে সি মধুস্বামীর একটি অডিও। যেখানে তাঁকে বলতে শোনা গেছে, 'আমরা সরকার চালাচ্ছি না। শুধুই ম্যানেজ করছি। আগামী ৭-৮ মাস এভাবেই টানতে হবে।'
মুখমন্ত্রী বাসবরাজ বোম্বাইয়ের মন্ত্রীসভার সদস্যের এই অডিও ফাঁস হওয়ার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি এবার বাসবরাজ বোম্বাইয়ের মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যাওয়া সময়ের অপেক্ষা?
জানা যাচ্ছে, ফাঁস হওয়া অডিও ক্লিপ যে আইনমন্ত্রী জে সি মধুস্বামীর, তা স্বীকার করেছেন ৬২ বছরের বোম্মাই। তাঁর মতে, কণ্ঠস্বর মধুস্বামীর হলেও বিষয়টির ভুল ব্যাখ্যা হচ্ছে। তিনি দাবি করেন, সবকিছুই ঠিকঠাক চলছে, মন্ত্রীসভায় কোনও সমস্যা নেই।
২০২৩ সালের মে মাসে কর্ণাটকে বিধানসভা নির্বাচন। তার আগে আইনমন্ত্রীর ফাঁস হওয়া অডিও ক্লিপ নিয়ে তোলপাড় শুরু হয়েছে বিজেপির অন্দরেই। মন্ত্রিসভার বর্ষীয়ান সদস্য মুনিরথনা দাবি করেছেন, ইস্তফা দিতে হবে আইনমন্ত্রীকে।
তাঁর কথায়, 'যদি তিনি মনে করেন, আমরা কেবল সরকার সামলাচ্ছি, তাহলে অবিলম্বে কর্ণাটকের আইনমন্ত্রীর পদ থেকে তাঁর সরে যাওয়া উচিত। তিনি সরকারের অংশ। মন্ত্রিসভার বৈঠকে তিনি অংশ নেন। সিদ্ধান্ত নেওয়ার সময় তিনি উপস্থিতও থাকেন। মন্ত্রী পদে থাকাকালীন এই ধরনের বক্তব্য পেশ করা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়।'
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন