

গভীর রাতে বিধ্বংসী আগুনে পুড়ে মৃত্যু হলো ১৮ জন কোভিড রোগীর। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে গুজরাটের ভারুচের একটি কোভিড হাসপাতালে। মৃত ১৮ জন রোগীই আইসিইউতে ভর্তি ছিলেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার রাত ১টা নাগাদ ভারুচের প্যাটেল ওয়েলফেয়ার হাসপাতালের কোভিড কেয়ার সেন্টারে আগুন লাগে। জান গেছে, এই সময় হাসপাতালে ৭০ জন কোভিড রোগী ভর্তি ছিলেন। এঁদের মধ্যে আইসিইউতে ছিলেন ২৪ জন রোগী। এক পুলিশ অফিসার জানিয়েছেন, আগুন লাগার কিছুক্ষণ পরই ১২ জন রোগীর মৃত্যুর খবর আমরা পাই। সকাল সাড়ে ছয়টার সময় এই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ১৮ তে। সংখ্যাটা আরো বাড়তে পারে।
আগুন লাগার কিছুক্ষণ পরই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দমকল বাহিনী। তাঁদের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার পরই বাকি রোগীদের অন্য হাসপাতালে স্থান করা হয়েছে।
হাসপাতালে আগুন কীভাবে লাগলো তা এখনও জানা যায়নি। এবিষয়ে তদন্ত চলছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান, আইসিইউতে শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন