
আসামে আরও কড়াকড়ি হল গোমাংস কেনাবেচা সংক্রান্ত আইন। এবার থেকে সে রাজ্যের রেস্তরাঁ, হোটেল এমনকি বিয়েবাড়িতেও গোমাংস খাওয়া নিষিদ্ধ হতে চলেছে। বুধবার সাংবাদিক সম্মেলনে একথা জানালেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এদিন আসামের রাজধানী গুয়াহাটি থেকে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী জানান, গোমাংস নিয়ে রাজ্যে আগে যে আইন ছিল, সেটা খানিকটা বদল করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘আমারা রেস্তরাঁ, হোটেল, ধর্মীয় বা সামাজিক জমায়েত-সহ যে কোনও জায়গায় প্রকাশ্যে গোমাংস পরিবেশন এবং খাওয়া নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি’।
উল্লেখ্য, এর আগে আসামের নিয়ম ছিল, রাজ্যে প্রকাশ্যে গোমাংস বিক্রি করা যাবে না। এছাড়া মন্দির সংলগ্ন আশাপাশের ৫ কিলোমিটারের মধ্যে গোমাংস খাওয়া নিষিদ্ধ ছিল। নতুন আইনে কেবল মন্দির সংলগ্ন এলাকাই নয়, গোটা রাজ্যজুড়েই নিষিদ্ধ থাকবে গোমাংস।
বর্তমানে দিল্লিতে রয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার দিল্লি থেকেই ভার্চুয়ালি রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন তিনি। এদিনের বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী ৭ ডিসেম্বর আসামের মন্ত্রিসভা সম্প্রসারণ হবে। কয়েকজন নতুন মন্ত্রী শপথ নেবে বলে জানান হিমন্ত।
বুধবার মুখ্যমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি বৈঠক করেছেন। আসামের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য ১ লক্ষ কোটি টাকা অনুমোদনের প্রস্তাব প্রধানমন্ত্রীকে দিয়েছেন। যার মধ্যে রয়েছে – বোঙ্গাইগাঁও শোধনাগার এবং পেট্রোকেমিক্যাল লিমিটেডের ক্ষমতা ৫ টন বৃদ্ধি করা, ১০ হাজার কোটি টাকা ব্যয়ে নামরূপ সার প্ল্যান্টের সম্প্রসারণ এবং গুয়াহাটি রিং রোড প্রকল্প।
হিমন্ত বিশ্ব শর্মা আরও জানান, গুয়াহাটি থেকে মেঘালয় হয়ে শিলচর পর্যন্ত একটি এক্সপ্রেসওয়ে তৈরির পরিকল্পনা করছে আসাম সরকার। যেটা তৈরি করতে খরচ হবে ২৫ হাজার কোটি টাকা। এই এক্সপেসেওয়ের ফলে আসাম থেকে শিলচর যেতে সময় লাগবে মাত্র ৫ ঘন্টা। এখন সময় লাগে প্রায় ১২ ঘন্টা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন