

দিল্লি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন মণীশ সিসোদিয়া এবং সত্যেন্দ্র জৈন। এই দুই আম আদমি পার্টির নেতাকে দুর্নীতির অভিযোগে সম্প্রতি গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দুজনেরই ইস্তফা গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
গ্রেফতার হওয়ার সময় কেজরিওয়ালের মন্ত্রিসভায় ১৮টি মন্ত্রকের দায়িত্বে ছিলেন মণীশ সিসোদিয়া। আবগারি দুর্নীতি মামলায় গত ২৬ ফেব্রুয়ারী অর্থাৎ রবিবার সিসোদিয়াকে গ্রেফতার করে সিবিআই। সত্যেন্দ্র জৈনের স্বাস্থ্য মন্ত্রকও দেখাশোনা করতেন সিসোদিয়া। গত বছর মে মাসে আর্থিক দুর্নীতির অভিযোগে জৈনকে গ্রেফতার করে ইডি। তাঁকে মন্ত্রিসভা থেকে বাদ না দিলেও তাঁর দপ্তরের দায়িত্ব সিসোদিয়ার হাতে তুলে দেন কেজরিওয়াল।
এই মুহূর্তে দিল্লি মন্ত্রিসভায় কেজরিওয়াল সহ পাঁচজন মন্ত্রী রয়েছেন। মুখ্যমন্ত্রী নিজের হাতে কোনও মন্ত্রিত্ব রাখেননি। জানা গেছে, মন্ত্রিসভায় নতুন মন্ত্রীদের আনার জন্য শীঘ্রই রদবদল করবেন কেজরিওয়াল।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন